ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৩, ১১ এপ্রিল ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয় : হিসাববিজ্ঞান ১। আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে? ক) এল. সি ক্রুপার খ) এ. ডব্লিউ জনসন গ) লুকা প্যাসিওলি ঘ) আর. এন. কাটার ২। প্রাচীন ভারতে ও ইউরোপে হিসাব সংরক্ষণ করা হতো ক) গাছের পাতায় আঁচড় কেটে খ) খাতায় লিখে গ) মাটিতে দাগ কেটে ঘ) দরজার পেছনে দাগ কেটে ৩। দু’তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? ক) ১৩৯৪ খ্রীষ্টাব্দ খ) ১৪৪১ খ্রীষ্টাব্দ গ) ১৪৯৪ খ্রীষ্টাব্দ ঘ) ১৪৪৯ খ্রীষ্টাব্দ ৪। কোনটির জন্য মানুষের অর্থনৈতিক কার্যক্রম বিস্তার লাভ করে? ক) বিনিময় প্রথা খ) মুদ্রার প্রচলন গ) প্রযুক্তির উন্নয়ন ঘ) নতুন পদ্ধতির প্রবর্তন ৫। হিসাববিজ্ঞানকে কী হিসেবে অভিহিত করা হয়? ক) হিসাব ব্যবস্থা খ) তথ্য ব্যবস্থা গ) নিরীক্ষা ব্যবস্থা ঘ) বিবরণী ব্যবস্থ্য ৬। একটি প্রতিষ্ঠানে সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে র) পণ্য তৈরিতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে রর) পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে ররর) গরিব ও মধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে নিচের কোনটি সঠিক? ক) রর খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর ৭। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলি কোনটি? ক) লেনদেন লিপিবদ্ধকরণ খ) পণ্য ক্রয় ও বিক্রয় গ) জবাবদিহিতা সৃষ্টি করা ঘ) আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা ৮। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে ক) মালিক খ) পাওনাদার গ) কর্মচারী ঘ) শ্রমিক ৯। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কী বলে? ক) দায়িত্ব খ) মূল্যবোধ গ) নৈতিকতা ঘ) জবাবদিহিতা ১০।ব্যয় নিয়ন্ত্রণের ফলে কী করা যায়? ক) আর্থিক অবস্থা নিরূপণ করা যায় খ) আর্থিক ফলাফল নিরূপণ করা যায় গ) কাক্সিক্ষত ফলাফল অর্জন করা যায় ঘ) প্রতারণা ও জালিয়াতি রোধ করা যায়। ১১। আর্থিক সচ্ছলতা হিসাব বিজ্ঞানের একটি ক) ভূমিকা খ) সুবিধা গ) উদ্দেশ্য ঘ) প্রয়োজনীয়তা ১২। ঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব পর্যালোচনা করেন কেন? ক) ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করতে খ) ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য গ) প্রতিষ্ঠানটি আয়কর পরিশোধ করছে কিনা ঘ) প্রতিষ্ঠানটি লভ্যাংশ দেয় কি -না ১৩। কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল? ক) রোম খ) ভেনিস গ) ভ্যাটিকান সিটি ঘ) ফ্লোরেন্স ১৪। ব্যবসায়ের লাভ-ক্ষতি নিরূপণ সম্ভব হয় র) যাবতীয় আয় লিপিবদ্ধকরণের মাধ্যমে রর) যাবতীয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে ররর) যাবতীয় দায় লিপিবদ্ধকরণের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫। মানুষের সততা অবলম্বনে অনুপ্রেরণা যোগায় ক) ধর্মীয় অনুশাসন খ) রাষ্ট্রীয় আইন গ) হিসাব সচেতনতা ঘ) সঞ্চয় ও মিতব্যয়ী সমাধান : ১.গ ২.ঘ ৩.গ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.গ
×