ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন আদমশুমারি অফিসে গুলিতে রক্ষী আহত

প্রকাশিত: ০৫:২৫, ১১ এপ্রিল ২০১৫

মার্কিন আদমশুমারি অফিসে গুলিতে রক্ষী আহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে বৃহস্পতিবার আদমশুমারি ব্যুরোর এক রক্ষীর ওপর বন্দুক হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী পার্শ্ববর্তী ওয়াশিংটনে পালিয়ে যায়। সেখানে এক বন্দুকযুদ্ধে সে আহত হয়। খবর এএফপির। সেন্সাস ব্যুরো টুইটারে নিশ্চিত করে জানিয়েছে, যে ‘সুইটল্যান্ড ফেডারেল সেন্টারে একটি হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ প্রিন্স জর্জ কাউন্টির দমকল দফতরের মুখপাত্র মার্ক ব্র্যাডি ওয়াশিংটন পোস্টকে জানান, মেরিল্যান্ডের সুইটল্যান্ডের ওয়াশিংটন উপকণ্ঠের সদরদফতরে এই হামলা চালানো হয়। এতে ওই রক্ষীর শরীরের উপরিভাগে অন্তত একটি গুলি লাগে। তার অবস্থা ‘অত্যন্ত গুরুতর’।
×