ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোলিও নির্মূলে ভারত সাহায্য করতে পারে ॥ তারার

প্রকাশিত: ০৫:২৪, ১১ এপ্রিল ২০১৫

পোলিও নির্মূলে ভারত সাহায্য করতে পারে ॥ তারার

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সায়রা আফজাল তারার বলেছেন, দেশ থেকে পোলিও উচ্ছেদের লড়াইয়ে পাকিস্তানকে সহায়তা করতে পারে ভারত। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। যে তিনটি দেশ থেকে এখনও পোলিও উচ্ছেদ সম্ভব হয়নি পাকিস্তান সেগুলোর মধ্যে একটি। সম্প্রতি তিনি পঞ্চম সার্ক বৈঠকে যোগ দেয়ার জন্য নয়াদিল্লীতে অবস্থানকালে ভারতের ডেইলি নিউজ এ্যান্ড এ্যানালাইসিসকে (ডিএনএ) দেয়া এক সাক্ষাতকারে যক্ষ্মা, এইডস, হেপাটাইটিস ও পোলিওর মতো রোগ নির্মূল করার পথ খুঁজতে দু’দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে এ ব্যাপারে আলোকপাত করেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাডার সঙ্গে পৃথক এক বৈঠকে তারার পাকিস্তানে ভারতের চিকিৎসা ডাটা ও কৌশলী বিশেষজ্ঞ দিয়ে সাহায্য করার ব্যাপারে আলোচনা করেন।
×