ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও কিউবার আলোচনায় সম্পর্কের অগ্রগতি

প্রকাশিত: ০৫:২৪, ১১ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্র ও কিউবার আলোচনায়  সম্পর্কের অগ্রগতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রডরিগুয়েজের মধ্যে বৃহস্পতিবার গঠনমূলক আলোচনা হয়েছে। এতে দুই দেশের মধ্যে সম্পর্কে অগ্রগতি হয়। ¯œায়ুযুদ্ধের সময় চরম অবনতি হওয়া সম্পর্ক পুনরুদ্ধার করতে বর্তমানে দু’দেশ চেষ্টা চালাচ্ছে। খবর এএফপির। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনার উদ্ধৃতি দিয়ে এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও কিউবার প্রেসিডেন্টগণ শুক্রবার দু’দিনব্যাপী এক আঞ্চলিক সম্মেলনে যোগ দেয়ার আগে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হলো। শুক্রবার ও শনিবার পানামায় এক সম্মেলনে যোগ দেবেন দুই আমেরিকার ৩৫টি দেশের নেতারা। ওই সম্মেলনেই মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। তাঁদের এ সাক্ষাত দু’দেশের মধ্যে জমে থাকা বরফ গলাতে আদৌ সক্ষম হবে কি না, এটাই এখন বড় প্রশ্ন।
×