ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে খুনের মামলা তুলে নিতে আসামিদের হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:১০, ১১ এপ্রিল ২০১৫

যশোরে খুনের মামলা তুলে নিতে আসামিদের হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শঙ্করপুরের শফিকুল ইসলাম জয় হত্যা মামলার আসামিরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। এ মামলায় পুলিশ ২ জনকে আটক করলেও বাকি আসামিরা এখনও পলাতক রয়েছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে জয়ের পরিবার। গত ২০ জানুয়ারি শঙ্করপুর পশ্চিমপাড়ার জালাল উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। জয় রেল রোড এলাকার ওড়না ঘর নামের একটি দোকানে কাজ করত। জানা গেছে, নিহত জয়ের পিতা জালাল উদ্দিন শঙ্করপুর বাস টার্মিনাল এলাকার গড়াই পরিবহনের কলারম্যান হিসেবে কাজ করেন। তার সহকর্মী শুকুর আলীর সঙ্গে ২০ জানুয়ারি বিকেলে ছোটনের মোড়ে কথা কাটাকাটি হয় চোপদারপাড়া এবং শঙ্করপুরের কয়েক যুবকের। এ সময় জালাল উদ্দিন এগিয়ে এলে তাকেও ধাক্কা দেয় ওই যুবকরা। এদের মধ্যে জাফর, প্রসেন, বাপ্পি, শফিকুল অন্যতম। জালাল উদ্দিনকে মারপিট করা হচ্ছে এমন সংবাদ পায় তার ছেলে জয়। ঘটনাস্থলে জয় ছুটে গেলে তাদের সঙ্গে জয়ের হাতাহাতি হয়। সেখানেই ওই যুবকরা জয়কে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ২০ জানুয়ারি রাত আটটার দিকে জয় শঙ্করপুর বটতলা মসজিদের পাশের একটি দোকানে কেরামবোর্ড খেলছিল। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও বোমা নিয়ে সেখানে গিয়ে জয়কে আক্রমণ করে।
×