ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈশাখী মূল্যহ্রাস, বরিশালে প্রতারণার শিকার ক্রেতারা

প্রকাশিত: ০৫:১০, ১১ এপ্রিল ২০১৫

বৈশাখী মূল্যহ্রাস, বরিশালে প্রতারণার শিকার ক্রেতারা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কাপড়ের দোকানে বৈশাখী মূলহ্রাসের আড়ালে নগরীসহ জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে অভিনব প্রতারণা শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মার্কেট থেকে শুরু করে ফুটপাতগুলোতে সাধারণ ক্রেতাদের উপচেপড়া ভিড়ে বৈশাখের জমজমাট বিকিকিনি শুরু হয়েছে। এই জমজমাট ব্যবসায় দোকানিরা লাভবান হলেও ক্রেতারা হচ্ছেন প্রতারিত। বিভিন্ন সূত্রে জানা গেছে, চৈত্র মাসের শুরু থেকে মাসব্যাপী নগরীর চকবাজারসহ জেলার বিভিন্ন উপজেলার মার্কেটগুলোতে শাড়ি, পোশাক, থানকাপড় ও পাদুকার দোকানগুলোতে বিশেষ মূল্যহ্রাস ঘোষণা করা হয়। আগে যেসব থানকাপড়ের প্রতি গজ ৭০ টাকা দামে বিক্রি হতো সেগুলো এখন ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেসব থ্রি-পিস দুই হাজার টাকায় বিক্রি করা হতো তা এখন নেমে এসেছে মাত্র এক হাজার টাকায়। শাড়ির বেলায়ও একই অবস্থা বিদ্যমান। মূল্যহ্রাসের নেপথ্যে প্রতারণার কথা জানালেন নগরীর সৃষ্টি টেইলার্সের স্বত্বাধিকারী শাওন দত্ত। তিনি জানান, প্রতি বছর চৈত্র মাসে মূল্যহ্রাসের নামে বিশেষ করে থানকাপড় রাজধানীর জিঞ্জিরা থেকে বিশেষ ব্যবস্থায় তৈরি করিয়ে আনেন অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা।
×