ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্মৃতিশক্তি বাড়ায় কৌতূহল!

প্রকাশিত: ০৫:৩৯, ৯ এপ্রিল ২০১৫

স্মৃতিশক্তি বাড়ায় কৌতূহল!

কৌতূহল মানুষের সহজাত প্রবৃত্তি। এ কৌতূহল মানুষকে নতুনের দিকে নিয়ে যায়। সেই নতুন থেকে মানুষ কতটা শিখতে পারে আর সেগুলোর কতটা স্মৃতিতে ধরে রাখতে পারে, তা-ই নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, কৌতূহলের মাত্রা যত বেশি হয়, মানুষের শেখার ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও ততটা বেড়ে যায়। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নিউরন’-এ বিজ্ঞানীরা গবেষণা প্রক্রিয়া ও ফলাফল সম্পর্কে জানান, গবেষণায় অংশগ্রহণকারীদের টুকিটাকি প্রশ্ন করে তাদের মধ্যে কৌতূহল তৈরি করা হয়। তবে সঙ্গে সঙ্গে তাদের উত্তর জানানো হয়নি। উত্তর জানানো হয় ১৪ সেকেন্ড পর। মাঝখানের এ সময়টায় তাদের কিছু নির্বিকার মুখচ্ছবি দেখানো হয়। প্রশ্নের সঙ্গে ওই সব মুখচ্ছবির কোন সম্পর্ক নেই। পুরো প্রক্রিয়া চলাকালে তাদের মস্তিষ্কের ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এফএমআরআই) করা হয়। পরে যখন তাদের ওই সব মুখচ্ছবি চিহ্নিত ও প্রশ্নোত্তরগুলো মনে করতে বলা হয় তখন দেখা যায়, তারা প্রশ্নোত্তরগুলো মনে রাখার পাশাপাশি অপ্রাসঙ্গিক মুখচ্ছবিগুলোও মনে রাখতে পেরেছে। গবেষকরা জানান, কৌতূহল মেটানোর জন্য প্রাসঙ্গিক উত্তর খুঁজতে গিয়ে অপ্রাসঙ্গিক তথ্যের ওপর চোখ বুলালে মানুষ ওই সব অপ্রাসঙ্গিক তথ্যও সহজে স্মৃতিতে ধারণ করতে পারে। এসবের পাশাপাশি এফএমআরআই স্ক্যানে বিজ্ঞানীরা গবেষণায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন। এ পর্যবেক্ষণ বৃদ্ধদের স্মৃতিশক্তি ও অন্যান্য স্নায়ুবিক কার্যক্রমের উন্নয়নে কাজে লাগানো যাবে বলে তাঁদের বিশ্বাস। সূত্র : সায়েন্স ডেইলি
×