ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ডুবোচরে ফেরি আটকা ॥ ১৫ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৫, ৯ এপ্রিল ২০১৫

মুন্সীগঞ্জে ডুবোচরে ফেরি আটকা ॥ ১৫ ঘণ্টা পর  উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দীর্ঘ ১৫ ঘণ্টা চেষ্টার পর অবশেষে বুধবার বেলা ১২টার দিকে উদ্ধার হয়েছে ফেরি থোবাল। এর পূর্বে মঙ্গলবার রাত্র ৯টার দিকে ফেরিটি শিমুলিয়া থেকে কাওড়কাকান্দি যাওয়ার পথে পদ্মার লৌহজং টার্নিংয়ের কাছে ঝড়ের তোড়ে ডুবোচরে আটকে পড়ে। এছাড়া রানীক্ষেত নামে অপর একটি ফেরি আটকা পড়লেও তা ৩ ঘণ্টা পরে উদ্ধার হয়। বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, মঙ্গলবার সন্ধ্যার ঝড়ে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৩ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার রাত সোয়া ৯টায় চালু হয়েছে। ঝড়ের কবলে পড়ে হাজরা টার্নিংয়ের কাছে ফেরি রানীক্ষেত আটকা পড়ে। ১২টি ট্রাক নিয়ে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া যাওয়ার পথে প্রচ- ঝড়ে ফেরিটি ডুবোচরে উঠে যায়। বহু চেষ্টার পর রাত সাড়ে ৯টায় ফেরিটি উদ্ধার হয়। এছাড়া মাওয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি থোবাল রাত্র ৯টার দিকে লৌহজং টার্নিংয়ের কাছে ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে এটি ডুবোচরে উঠে যায়। এ সময় ফেরিটিতে ১১টি পণ্য বোঝাই ট্রাক, একটি যাত্রীবাহী বাস ও ২টি হালকা যান ছিল।
×