ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালকিনিতে সালিশে হামলা ॥ আহত পাঁচ

প্রকাশিত: ০৩:৫৪, ৯ এপ্রিল ২০১৫

কালকিনিতে সালিশে  হামলা ॥ আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৮ এপ্রিল ॥ কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামে সালিশে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের মাস্টার্সের (এমবিএ) ছাত্র এসএম নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ সময় হামলাকারীরা তার বাবা মোহাম্মদ আলী সরদার (৬৫), বড় ভাই লোকমান সরদার (৩৫), কবির সরদার (৩০) ও বড় বোন সাহিদা বেগমকেও (৪০) কুপিয়ে গুরুতর আহত করে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে এবং অহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানায়, পৈত্রিক সম্পতি নিয়ে উত্তর রাজদী গ্রামের মোহাম্মদ আলী সরদারের সঙ্গে তার চাচাত ভাই ইব্রাহিম সরদারের দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে গ্রাম্য মাতুব্বরেরা সালিশ মীমাংসার আশ্বাস দিলেও প্রতিপক্ষ ইব্রাহিম সরদার মোহাম্মদ আলীর জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এতে বাঁধা প্রদান করলে তারা মোহাম্মদ আলীর পরিবারের ওপর হামলা চালিয়ে তিন জনকে আহত করে। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়।
×