ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোয় বদলে গেছে দুই গ্রামের জীবন

প্রকাশিত: ০৬:২৪, ৮ এপ্রিল ২০১৫

স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোয় বদলে গেছে দুই গ্রামের জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একটি বাঁশের সাঁকো বদলে দিয়েছে জেলার চারঘাট উপজেলার দুই পারের মানুষের জীবনযাত্রা। দুই পারের মানুষের যোগাযোগে সেতুবন্ধন হয়ে উঠেছে সাঁকোটি। উদ্যোমী কয়েকজন যুবক আর এলাকাবাসীর সহায়তায় নির্মিত এখন বাঁশের সাঁকোটি দুই পারের মানুষের ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করেছে। উপজেলার বনকিশোর আর খোর্দগোবিন্দপুর গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে ছোট্ট খালের ওপর মাত্র ৮৬ হাজার টাকা ব্যয়ে সম্প্রতি নির্মাণ করেছেন সাঁকোটি। এখন ওই সাঁকোই দুইপারের মানুষের মধ্যে হয়ে উঠেছে যোগাযোগের সহজ মাধ্যম। সাঁকোটি নির্মাণের ফলে দুই পারের মানুষের সময় এবং দূরত্ব কমে এসেছে। এখন সহজেই স্থানীয় বাজারে যেতে পারছেন সবাই। শিশুরাও স্কুলে যেতে পারছে দ্রুত। জানা গেছে, উপজেলার প্রত্যন্ত দুটি গ্রাম বনকিশোর আর খোর্দগোবিন্দপুর। স্থানীয় বাজারে যাতায়াতে ছিল চরম সঙ্কট। শিশুদের লেখাপড়া, চিকিৎসা সব কিছুতে ছিল সমস্যা। স্কুলে আসার জন্য ঘুরতে হতো প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা। চিকিৎসার জন্য যেতে হতো প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে নন্দনগাছি হয়ে চারঘাট সদরে। তবে সব সমস্যার সমাধান করেছে এই বাঁশের সাঁকো। জানা গেছে, দীর্ঘদিন ধরে ছোট্ট খালের ওপর সাঁকে নির্মাণের পরিকল্পনা করা হলেও উদ্যোগের অভাবে শুরু করা যায়নি। এলাকার বনকিশোর ইয়ুথ গ্রুপ, এসসিভি এবং স্থানীয় মানুষের উদ্যোগে শেষ পর্যন্ত তৈরি হয় এ সাঁকোটি। বনকিশোর আর খর্দগোবিন্দপুরকে যুক্তকারী সাঁকোটি দেড়শ’ ফুট লম্বা। চওড়া পাঁচ ফুট। এতে ব্যয় হয়েছে ৮৬ হাজার টাকা। সাধারণ মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে এসেছে এ কাজে। কেউ দিয়েছে বাঁশ, কেউ গম, মুসুর ডাল, নগদ টাকা দিয়ে অংশ নিয়েছে এ কাজে। বনকিশোর ইয়ুথ গ্রুপের সদস্য যুবক অপু জানান, তারা ২০১২ সালে খালের ওপর একটি সাঁকো নির্মাণের পরিকল্পনা করেন। তবে নানা কারণে সে সময় চেষ্টা করে একমত হতে পারেনি। তারা এ এলাকায় বয়স্ক শিক্ষা কেন্দ্র, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে প্রচারণা মূলক কাজ করেছেন। এলাকার একটি বাল্যবিয়ে প্রতিরোধ করতে গিয়ে মামলা-হামলার মুখে পড়তে হয়েছে। তারপরেও তারা পিছু হটেনি। কয়েকজন যুবকের ইচ্ছে পূরণে এবার সাঁকো তৈরির উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন ব্রাকের সাবেক এক কর্মকর্তা জাহিদ হোসেন।
×