ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে মাশরাফিকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:২০, ৮ এপ্রিল ২০১৫

নড়াইলে মাশরাফিকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মতুর্জাকে নড়াইলে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় হাজার হাজার ভক্তদের স্বতঃস্ফূত অংশগ্রহণের মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের মাঠসহ পার্শ্ববর্তী এলাকা। মঙ্গলবার বিকেলে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নড়াইল এক্সপ্রেসকে সংবর্ধনা দেয়া হয়। জেলা ক্রীড়া সংস্থা এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা উপলক্ষে হেলিকপ্টারে করে নড়াইল এক্সপ্রেস বিকেল ৪টার এসে পৌঁছায়। হাজারও মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি। সড়কের দুইপাশে দাঁড়িয়ে মাশরাফিকে শুভেচ্ছা ও অভিবাদন জানান বক্তরা। সংবর্ধনাস্থল নড়াইল সরকারী বালক বিদ্যালয় মাঠে মাশরাফিভক্তদের ভিরে মুখর হয়ে ওঠে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা, জেলা ক্রীড়া সংস্থা, আইনজীবী সমিতি, নড়াইল প্রেসক্লাব, শুভেচ্ছা ক্লাব, নিরাপদ সড়ক চাই, জেলা পাবলিক লাইব্রেরী, নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ, জেলা পরিষদ, ছাত্রলীগসহ প্রায় ১০০ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন মাশরাফিকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, পুলিশ সুপার সরদার রবিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা বলাকা, মাশরাফির স্ত্রী সুমি ও সন্তানসহ হাজারও মাশরাফি ভক্ত। মাশরাফিকে সংবর্ধনা দিতে পেরে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইদ্রীস আহম্মদ বলেন, মাশরাফি আমাদের সন্তান। শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার খান বলে, আজকের দিনটি একেবারে অন্যরকম। মাশরাফি ভাই ক্রিকেটে আরও ভাল করবে, এই প্রত্যাশা করি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, মাশরাফি অনেক বড়মাপের খেলোয়াড়। এছাড়া তিনি একজন মহানুভব মানুষ। গরিব-মেধাবী ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মহানুভবেব পরিচয় দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বরণ করে নিতে নড়াইলের বিভিন্ন সড়কে নানা সাজে সজ্জিত করা হয়। মাশরাফিকে বরণ করে নিতে ঘোড়া ও হাতির দৃষ্টিনন্দন পথচলাও ছিল এক ব্যতিক্রমী আয়োজন। সংবর্ধনাস্থলেও ছিল দৃষ্টিনন্দন আয়োজন।
×