ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফুটবল উন্নয়নে জাপানের সহযোগিতা

প্রকাশিত: ০৬:০৫, ৮ এপ্রিল ২০১৫

ফুটবল উন্নয়নে জাপানের সহযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বেশ ভাল। এবার ফুটবলের মাধ্যমেও সেই সম্পর্ক জোরদার করার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে চীন থেকে আসেন জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) সহসভাপতি এবং কার্যনির্বাহী সাধারণ সম্পাদক তাসিমা কোজো। দুপুরে তাদের সঙ্গে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যত নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। পরে সারাউদ্দিন সাংবাদিকদের জানান, ‘জাপানের সঙ্গে আমাদের বেশ ভাল সম্পর্ক আছে। তাদের যুবদল বাংলাদেশে খেলে গিয়েছে কদিন আগেই। এমনকি তারা আমাদের মহিলা দলের জন্য কোচও দিয়েছে। এখন মহিলা ফুটবলের জন্য নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা এখন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, বাফুফে যাতে জাপানের ফুটবল একাডেমি ব্যবহার করতে পারে, তা নিয়েও কথা চলছে। এছাড়া সিলেট ফুটবল একাডেমির জন্য সহায়তা বিষয়টিও আলোচনায় আছে। তাসিমা কোজো বলেন, ‘কাজী সালাউদ্দিন শুধু দক্ষিণ এশিয়ার ফুটবল লিডার নন, তিনি পুরো এশিয়ার ফুটবল লিডার। আপনারা জানেন আমাদের সঙ্গে বাংলাদেশ ফুটবলের সঙ্গে একটি সুসম্পর্ক আছে। আমরা বাংলাদেশ ফুটবলের সঙ্গে ডেভেলপমেন্ট, মার্কেটিংসহ নানা বিষয়ে কাজ চলছে। যা সামনের দিনগুলোতে আরও বেগবান হবে। জাপানের প্রধানমন্ত্রীর ইচ্ছা ২০২০ অলিম্পিককে সামনে রেখে বিশ্বের সব কোচ আর ক্রীড়াঙ্গনের সেরাদের একটি মিলনমেলা স্থল হবে জাপান। আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি।’ লাতিনসহ বিভিন্ন দেশের সঙ্গে জাপান দলের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তার নিরপেক্ষ ভেন্যু হওয়ার প্রস্তাব দিয়েছে বাফুফে। তাসিমা কোজো এ প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ অবশ্যই। এ বিষয়গুলো নিয়েই কথা চলছে।’ তিনি আরও বলেন, ‘আসলে শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের।’ বুধবার দুপুরে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ব্যাঙ্ককের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে জাপানের এই প্রতিনিধি দলটির।
×