ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচুরিপানায় সচ্ছলতা

প্রকাশিত: ০৫:৪৪, ৮ এপ্রিল ২০১৫

কচুরিপানায় সচ্ছলতা

কচুরিপানা। পরজীবী আগাছা। বিশেষ করে পানিতেই এদের বাস। গরুর খাবার হিসেবে এর চাহিদা ঢের। কিন্তু এই কচুরিপানা পানি থেকে তুলে বাজারেবিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন ঢাকার মাতুয়াইলের তিন যুবক। এভাবে দৈনিক পাঁচ শ’ টাকা পর্যন্ত আয় হয় তাদের। দুধ বিক্রেতারা এগুলো কিনে দুধের হাঁড়িতে ব্যবহার করে। এতে পাতিল থেকে দুধ পড়ে যায় না। মঙ্গলবার সকালে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×