ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিলেটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশিত: ০৬:৩১, ৭ এপ্রিল ২০১৫

সিলেটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ সেøাগানে বাধা দেয়ার ঘটনায় সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট ২য় আদালতে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতিকান্ত দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা কাজী রিয়াজুল ইসলাম (রানু)। ২৬ মার্চ স্থানীয় এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের র‌্যালিতে উল্লিখিত চেয়ারম্যান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেøাগানে বাধা দিয়েছিলেন। মামলায় বাদী অভিযোগ করেন, ২৬ মার্চ উল্লিখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার চৌধুরীর নেতৃত্বে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা স্বাধীনতা দিবসের র‌্যালি বের করেন। র‌্যালি থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ সেøাগান দিয়ে চরনারচর ইউপি কার্যালয়ের সামনে এসে থামে। এ সময় চেয়ারম্যান রতিকান্ত দাস ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের শাসিয়ে সেøাগান বন্ধ করতে বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ডাকাত আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ানআপ মেইল ট্রেনে রবিবার গভীর রাতে যাত্রী বেশে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ ডাকাতকে আটক করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। পহেলা বৈশাখের প্রস্তুতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ এপ্রিল ॥ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেদী উল শহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আকতার, এনডিসি শাহেদ পারভেজ, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, অধ্যক্ষ (অব) শরিফুল ইসলাম খান প্রমুুখ বক্তব্য রাখেন। কেরানীগঞ্জে মলম পার্টির ৩ সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৬ এপ্রিল ॥ যাত্রীবেশে ছিনতাইকালে ৩ মলম পার্টির সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মোঃ মনির হোসেন, শাওন হোসেন ও মোঃ সাত্তার। পুলিশ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবেশে ছিনতাই করে আসছিল। রবিবার গভীর রাতে রাজেন্দ্রপুর থেকে কুচিয়ামারা যাওয়ার উদ্দেশে একটি অটোরিক্সায় ওঠে জসিম মিয়া নামের এক যাত্রীর চোখে মলম লাগিয়ে ছিনতাই করছিল।
×