ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেফারিদের নির্ভয়ে বাঁশি বাজাতে বললেন সালাউদ্দিন

প্রকাশিত: ০৬:০৮, ৭ এপ্রিল ২০১৫

রেফারিদের নির্ভয়ে বাঁশি বাজাতে বললেন সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির ...।’ আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ’-এ খেলা পরিচালনাকারী সব বাংলাদেশী রেফারিকে নির্ভয়ে খেলা পরিচালনা করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। এই লীগের খেলা পরিচালনাকারী শীর্ষস্থানীয় ৫০ রেফারিকে নিয়ে রবি ও সোমবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে ফুটবল মৌসুম উপলক্ষে লজ অব দ্য গেমসসহ রেফারিদের ফিটনেস, ম্যাচ প্রিপারেশন, রেগুলেশনের নতুন পরিবর্তনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এ সেমিনারের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সহসভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং বাফুফে রেফারিজ কমিটির সদস্যরা। রেফারিদের উদ্দেশে সালাউদ্দিন বলেন, ‘আমাদের দেশী রেফারিরা লীগে বা টুর্নামেন্টে গোল সীমানায় যে ফাউলগুলো ধরেন না, সেই ফাউলগুলোই ধরেন বিদেশী রেফারিরা। কিন্তু আমাদের রেফারিরা কিন্তু মোটেও অদক্ষ রেফারি নয়। তাদের কোন দোষ নেই। আসলে তারা লীগ বা টুর্নামেন্টের খেলাগুলোতে বিভিন্ন বড় ক্লাবগুলোর কাছে প্রচ- চাপের সম্মুখীন হন। ফলে সেটপিস বিষয়ে ফাউলগুলো ধরেন না। ফলে বড় ক্লাবের খেলোয়াড়রা এতে অভ্যস্ত হয়ে পড়েন। তারাই যখন জাতীয় দলের হয়ে খেলতে যান, তখন অভ্যাসবশত সেই ফাউলগুলোই আবার করেন। কিন্তু বিদেশী রেফারি সেই ফাউল ধরে বসেন এবং বিপত্তিটা তখনই ঘটে। লীগে বা টুর্নামেন্টের খেলাগুলোতে যদি দেশীয় রেফারিরা নির্ভয়ে সিদ্ধান্ত নিতেন, ফাউলগুলো ধরতেন বা কড়া শাস্তি দিতেন, তাহলে খেলোয়াড়রা সতর্ক হয়ে খেলত। এমনটা তারা ফাউল করে খেলত না। কার্ডও পেত না। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বড় ক্লাবগুলোর সহযোগিতা ও ভূমিকা রাখা অত্যাবশ্যক। বড় ক্লাবগুলো যদি রেফারির সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া না দেখায় এবং চাপ সৃষ্টি না করে, তাহলে সেটাই এদেশের ফুটবলের জন্য মঙ্গলজনক। আসলে রেফারিদের কাছেও অনেক কিছু শেখার আছে ফুটবলারদের। বড় ক্লাবগুলো আন্তরিক হলে ফুটবলারদের এসব ভুল অবশ্যই শোধরানো সম্ভব। আমি চাই রেফারিরা যেন নির্ভয়ে এবারের লীগের খেলা চালান।’
×