ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলন ॥ মিলছে না ন্যায্যমূল্য

প্রকাশিত: ০৫:১২, ৬ এপ্রিল ২০১৫

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলন ॥ মিলছে না  ন্যায্যমূল্য

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ এপ্রিল ॥ গমের বাম্পার ফলন এবং গম উৎপাদনে শ্রেষ্ঠ জেলার সম্মান এবার ঠাকুরগাঁওয়ের কৃষকের। মাঠে মাঠে আবাদকৃত গম কাটা-মাড়াইয়ের পর ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। তবে সরকার ঘোষিত দরে গম বিক্রি করতে না পারায় হতাশ অনেকে। কৃষি বিভাগ জানান, সরকার নির্ধারিত দামে গম ক্রয় শুরু হলেই লাভবান হবেন কৃষকরা। অন্য ফসল উৎপাদনে ঝুঁকি বেশি হওয়ায় প্রতিবারের মতো এবারও গম চাষে আগ্রহী হয়ে পড়েন ঠাকুরগাঁওয়ের কৃষক। এ কারণেই জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে গমের আবাদ হয়েছে। এ বছর দেশের মোট উৎপাদনের চার ভাগের এক ভাগ গম উৎপাদন হয়েছে এ জেলা থেকেই। আর এরই মধ্যে মাঠ থেকে ফলন ঘরে তুলতে কৃষান-কৃষানিরা কেউবা হাত, কেউবা মেশিন দিয়ে গম কাটা-মাড়াই কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে উৎপাদিত গম জেলার হাট-বাজারের ব্যবসায়ীদের কাছে কম মূল্যে বিক্রি করে হতাশার মুখে পড়ছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আরশেদ আলী জানান, অতি সত্বর সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে জেলা ও উপজেলা গম ক্রয় করা হবে। আর ক্রয় শুরু হলেই কৃষক লাভবান হবেন।
×