ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত কাভার্ড ভ্যান

প্রকাশিত: ০৫:১২, ৬ এপ্রিল ২০১৫

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত কাভার্ড ভ্যান

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৫ এপ্রিল ॥ গাজীপুরের কালিয়াকৈরে রবিবার দুপুরে ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যান ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ট্রেনটি সাময়িক যাত্রাবিরতি করে। পুলিশ, এলাকাবাসী ও ট্রেনের সহকারী চালক তোফায়েল আহমেদ জানায়. গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সুরিরচালা এলাকাস্থিত কারখানায় যাওয়ার পথে জিসকা ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি খালি কাভার্ডভ্যান ঢাকা-রাজশাহী রেলরুটে কালিয়াকৈরের কালামপুর-বক্তারপুর সড়কে বক্তারপুর রেলক্রসিংয়ে রেল লাইনের ওপর উঠে বিকল হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌঁছে। এ সময় ট্রেনের চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রেনটি কাভার্ডভ্যানের মাঝখানে সজোরে আঘাত করে। এ সময় কাভার্ডভ্যানটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এতে টেনে হিঁচড়ে নেয়ার পর ভ্যানটি প্রায় ৩/৪শ’ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে এবং ট্রেনটি থেমে যায়। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রেলপথ থেকে ভ্যানটিকে সরিয়ে নিলে দুর্ঘটনাকবলিত ট্রেনটি দুপুর দেড়টার দিকে ঢাকার পথে পুনরায় যাত্রা করে।
×