ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে নজরুল একাডেমি রক্ষায় মানববন্ধন

প্রকাশিত: ০৫:১১, ৬ এপ্রিল ২০১৫

সিলেটে নজরুল একাডেমি রক্ষায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের নজরুল একাডেমির রক্ষায় রোববার দুপুরে মানববন্ধন থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এক কাতারে এসেছেন সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। জিন্দাবাজার একাডেমির সামনে মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের মানুষ ন্যায্য যত আন্দোলনে নেমেছে সফলতা পেয়েছে। আমরা সিলেট বাসীকে নিয়ে আজ সিলেট নজরুল একাডেমির ভূমি রক্ষার জন্য মাঠে নেমেছি, আশাকরি এ একাডেমির ভূমি কোন ভূমি খেকো চক্র নিতে পারবে না। নজরুল একাডেমীর ভূমি রক্ষায় সিলেটবাসী রক্ত দেবে তার পরও ভূমি খেকোদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। এ সময় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আলী আহমদ, গণতন্ত্রী পাটির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, মহানগর ন্যাপের সভাপতি ইছাক আলী প্রমুখ।
×