ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

নবম-দশম শ্রেণির পড়াশোন

প্রকাশিত: ০৫:০৮, ৬ এপ্রিল ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোন

সুধীর বরন মাঝি, শিক্ষক ডক্টর মালিকা কলেজ , ঢাকা-১২০৯ .............................................. ১। কিক অফের মাধ্যমে শুরু হয় কোন খেলাটি ? (ক) ক্রিকেট (খ) ফুটবল (গ) টেনিস (ঘ) স্কোয়াশ। ২। ফুটবলের জীবন্ত কিংবদন্তির নাম কী ? (ক) পেলে (খ) নেইমার (গ) ম্যারোডোনা (ঘ) রোনালদো । ৩। ফুটবল খেলা পরিচালনার আইন কয়টি ? (ক) ১৫টি (খ) ১৬টি (গ) ১৭টি (ঘ) ১৮টি। ৪। আধুনিক ফুটবলের জন্ম কোন দেশে ? (ক) ভারত (খ) চীন (গ) জাপান (ঘ) ইংল্যান্ড। ৫। কোন সালে অলিম্পিকে ফুটবল অন্তর্ভূক্ত করা হয় ? (ক) ১৯০৮সালের এ্যাথেন্স অলিম্পিক (খ) ১৯১২ সালের অলিম্পিক (গ) ১৯১৬ সালের অলিম্পিক (ঘ) ১৯২০ সালের অলিম্পিক । ৬। ফুটবল খেলার নিয়ন্ত্রনকারী সংস্থা ফিফা কোন তারিখে কোথায় গঠিত হয় ? (ক) ১৯০৪সালের ২১মে প্যারিসে (খ) ১৯০৫সালের ২ মে লন্ডনে (গ) ১৯০৪সালের ২১জুন ইতালি (ঘ)১৯০০সালে ২২শে এপ্রিল ফ্রান্সে। ৭। ফিফার বর্তমান সদর দপ্তর কোথায় ? (ক) ফ্রান্স (খ) কাতার (গ) সুইজারল্যান্ড (ঘ) সুইডেন। ৮। কোন সাল থেকে গোল্ডেন বুট প্রদানের নিয়ম চালু করা হয় ? (ক) ১৯৮২সালে (খ) ১৯৮৬সালে (গ) ১৯৯০সালে (ঘ) ১৯৯৪সালে। ৯। ফুটবল বহিস্কার অপরাধের কারণ কয়টি ? (ক) ৫টি (খ) ৬টি (গ) ৭টি (ঘ) ৮টির ১০। বিশ্বকাপ ফুটবল শুরু হয় কোন সাল থেকে ----। (ক) ১৯৩০সালে (খ) ১৯৩২সালে (গ) ১৯৩৪সালে (ঘ) ১৯৩৮সালে। ১১। সর্বনি¤œ কতজন খেলোয়াড় থাকলে খেলা পরিচালনা সম্ভব ? (ক) ১০জন (খ) ৯জন (গ) ৮জন (ঘ) ৭জন। ১২। ফুটবলের প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে ? (ক) ১১জন (খ) ১৩জন (গ) ১৫জন (ঘ) ১৮জন। ১৩। কোন খেলাকে সার্বজনীন খেলা বলা হয় ? (ক) ফুটবল (খ) হ্যান্ডবল (গ) ভলিবল (ঘ) ব্যাসবল। ১৪। ফুটবল খেলায় গোল পোষ্টের উচ্চতা ও দৈর্ঘ্য কত ? (ক) ৮ফুট ী ৭গজ (খ) ৮ফুট ী ৮গজ (গ) ১০ফুট ী ১০গজ (ঘ) ৮ ী ৮গজ। ১৫। সেন্টার সার্কেলের ব্যাসার্ধ কত ? (ক) ৭গজ (খ) ৮গজ (গ) ৯গজ (ঘ) ১০গজ। ১৬। ফুটবল খেলায় বল পরিবর্তনের ক্ষমতা কার ? (ক) ফিফা (খ) অধিনায়ক (গ) রেফারী (ঘ) কোচ। ১৭। ফুটবলে খেলায় খেলোয়াড়দের সাজ-সরঞ্জাম সংক্ষেপে কি বলে ? (ক) ৫-ঝ (খ) ৬-ঝ (গ) ৪-ঝ (ঘ) ৩-ঝ. ১৮। ফুটবলের জন্য ফিফা কয়টি মাপের মাঠের অনুমোদন দিয়েছে ? (ক) ৫টি (খ) ৪টি (গ) ৩টি (ঘ) ২টি। ১৯। কত গজ দূর থেকে পেলান্টি কিক করতে হয় ? (ক) ১০গজ (খ) ১২গজ (গ) ১৪গজ (ঘ) ১৬গজ। ২০। ফুটবলের অপর নাম কী ? (ক) সকার (খ) সাকার (গ) ডিউক (ঘ) রাগবি। ২১। একটি আদর্শ ফুটবলের ওজন কত ? (ক) ১৪আউন্স (খ) ১৩আউন্স (গ) ১৩-১৫আউন্স (ঘ) ১৪-১৬আউন্স। ২২। বর্তমানে যা খেলাধুলা ও বিনোদন প্রাচীন কালে মানুষ তা শিখত-----। (ক) আনন্দের জন্য (খ) শরীর গঠনের জন্য (গ) জীবন রক্ষার তাগিদে (ঘ) শিক্ষার জন্য। ২৩। ১৯৮১সালে কোন ঘাতকব্যাধি আমেরিকাতে সর্বপ্রথম আবিস্কার হয় ? (ক) এইডস (খ) ঘনরিয়া (গ) হারনিয়া (ঘ) ক্যান্সার । ২৪। মানব দেহের ৭০ভাগই হচ্ছে-----। (ক) রক্ত (খ) মজ্জা (গ) রাসায়নিক জৈব (ঘ) পানি । ২৫। মানব দেহে তাপ ও কর্মশক্তি যোগায় ----। (ক) খনিজ (খ) শর্করা ও শ্বেতসার (গ) পানি (ঘ) ভিটামিন-এ। ২৬। রেইডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত ? (ক) ফুটবল (খ) কাবাডি (গ) গোল্লাছুট (ঘ) কানামাছি । ২৭। ভিটামিন এ’র অভাবে কোন রোগ হয় ? (ক) রাতকানা (খ) হার্নিয়া (গ) চর্মরোগ (ঘ) এজমা। ২৮। খেলাধুলায় সাফল্যের সংজ্ঞা কী ? (ক) অনুশীলন (খ) অনুশীলন ও খাদ্যগ্রহন (গ) কঠিন অনুশীল সহজ জয় (ঘ) সিদ্ধান্ত গ্রহন। ২৯। শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে কোনটি ? (ক) শিক্ষন পদ্ধতি (খ) পরোক্ষ পদ্ধতি (গ) খেলাধুলা (ঘ) টিফিন প্রোগ্রাম। ৩০। বয়ঃসন্ধিকালে শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন হয় ----। (ক) পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য (খ) পর্যাপ্ত খেলাধুলা (গ) পর্যাপ্ত ব্যায়াম (ঘ) খেলার ছলে শেখা। ৩১। লোনা শব্দটি প্রচলিত ----। (ক) বউছি খেলায় (খ) কাবাডি খেলায় (গ) দাঁড়িয়াবান্দা খেলায় (ঘ) গোল্লাছুট খেলায়। ৩২। ২০০২সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কোন লক্ষ্যে ? (ক) শিক্ষার উন্নয়নে (খ) অবকাঠামো উন্নয়নে (গ) খেলাধুলার অবকাঠামো,ব্যপকতা ও মান উন্নয়নে (ঘ) শিক্ষার্থীর সৃজনশীলতার উন্নয়ন। ৩৩। থ্রো অফের মাধ্যমে শুরু হয় কোন খেলা ? (ক) হ্যান্ডবল (খ) ভলিবল (গ) বাস্কেটবল (ঘ) বেইসবল। ৩৪। শিক্ষার পূর্ণতা আসে না কোনটি ছাড়া ? (ক) খেলাধুলা (খ) বিনোদন (গ) শিক্ষা সফর (ঘ) শারীরিক শিক্ষা ছাড়া। ৩৫। প্রাণের জৈবিক ভিত্তি কোনটি ? (ক) মানসিক শক্তি (খ) শারীরিক কর্ম দক্ষতা (গ) শারীরিক ব্যায়াম (ঘ) জীবন কোষের বিকাশ। উত্তর ঃ ১ (খ) ২ (ক) ৩ (গ) ৪ (ঘ) ৫ (ক) ৬ (ক) ৭ (গ) ৮ (ক) ৯ (গ) ১০ (ক) ১১ (ঘ) ১২ (ঘ) ১৩ (ক) ১৪ (খ) ১৫ (ঘ) ১৬ (গ) ১৭ (ক) ১৮ (গ) ১৯ (খ) ২০ (ক) ২১ (ঘ) ২২ (গ) ২৩ (ক) ২৪ (ঘ) ২৫ (খ) ২৬ (খ) ২৭ (ক) ২৮ (গ) ২৯ (ঘ) ৩০ (ক) ৩১ (খ) ৩২ (গ) ৩৩ (ক) ৩৪ (ঘ) ৩৫ (গ)
×