ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআরের সঙ্গে বসবে কমিশন

প্রকাশিত: ০৬:২০, ৫ এপ্রিল ২০১৫

কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআরের সঙ্গে বসবে কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের নানা ইস্যু নিয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট ফোরামের (বিএফএমএফ) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর খায়রুল হোসেন। তিনি বিএফএমএফ নেতাদের দাবিগুলোকে লিখিত আকারে জমা দেয়ার পরামর্শ দেন। সম্প্রতি গঠিত এ সংগঠনটির নেতারা বিএসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সংস্থার সম্মেলন কক্ষে। সাক্ষাত শেষে বিএফএমএফের আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু বিষয়টি জানিয়েছেন সাংবাদিকদের। তিনি আরও বলেন, আমাদের নতুন কমিটি কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে। নতুন কমিটির এ উদ্যোগ নেয়াতে কমিশন খুশি হয়েছে। এমন সময়ে এ প্রচেষ্টাকে কমিশন স্বাগত জানিয়েছে। আমরা যদি বাংলাদেশ ব্যাংক, কর কিংবা বাজেটের ব্যাপারে একটি পরিপূর্ণ প্রস্তাব আনি তাহলে কমিশন আমাদের সহযোগিতা করবে। একই সঙ্গে আমাদের ভাল উদ্যোগগুলো নিয়ে কাজ করবে বলে আশ্বাস দিয়েছে কমিশন। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, মোঃ আরিফ খান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যাবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এ্যাসোসিয়েশনের সহসভাপতি মনিরুজ্জামান, আক্তার হোসেন সান্নামাত, বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির প্রমুখ।
×