ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেয়াদবির খেসারত!

প্রকাশিত: ০৬:১৭, ৫ এপ্রিল ২০১৫

বেয়াদবির খেসারত!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে ২ হাফ সেঞ্চুরিতে সাত ম্যাচে রান ২২৭। সর্বোচ্চ ৯৩। মিসবাহ-উল হকের পর পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। তবু বাংলাদেশ সফরের দলে নেই আহমেদ শেহজাদ! নেই প্রতিভাবান আকমল ভ্রাতৃত্রয়ের ছোট জন উমর আকমল। কারণ বেয়াদবি। কিছুদিন ধরে দু’জনের আচরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন অধিনায়ক মিসবাহ ও কোচ ওয়াকার ইউনুস। দেশে ফিরে বোর্ডের কাছে নেতিবাচক রিপোর্ট করেছেন তাঁরা। ফলে ফর্মে থাকা সত্ত্বে¡ও বাদ পড়েছেন শেহজাদ, সঙ্গে আকমলও। সর্বশেষ ১২ ওয়ানডে ইনিংসে ১টি সেঞ্চুরি, ৪টি হাফ সেঞ্চুরি। খুব ভাল না হলেও ব্যাট হাতে শেহজাদ মন্দ করছিলেন না। অথচ ঔদ্ধত্য আচরণে খেসারত দিতে হলো ২৩ বছর বয়সী লাহোর ক্রিকেটারকে। অধিনায়ক শহীদ আফ্রিদির বিশেষ অনুরোধে অবশ্য টি২০তে আছেন তিনি। ২০০৯-এ ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসার ডানহাতি ব্যাটসম্যান দেশের হয়ে ৮ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ২৮টি টি২০ খেলেন। অন্যদিকে উমর আকমল মাঠের বাইরের মতো ভেতরেও ছিলেন বেহাল। বিশ্বকাপে একদমই প্রত্যাশা পূরণ করতে পারেননি ২৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান। একটি মাত্র হাফ সেঞ্চুরিতে রান মোট ১৬৪। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর মতে, সতীর্থ খেলোয়াড়, অধিনায়ক ও কোচের সঙ্গে আচরণ মোটেই ভাল ছিল না তাদের। মাঠের বাইরে জীবনযাপনেও ছিলেন উদ্ধত। যার খেসারত দিলেন দুই তারকা।
×