ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমাকে মারবেন না স্যার, আমি নিয়মিত টাকা দেই

প্রকাশিত: ০৬:৪১, ৪ এপ্রিল ২০১৫

আমাকে মারবেন না স্যার, আমি নিয়মিত টাকা দেই

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৩ এপ্রিল ॥ আমাকে মারবেন না স্যার, আমি নিয়মিত পুলিশকে টাকা দিয়ে মাদক ব্যবসা করি। আমাকে ছেড়ে দেন স্যার, আমার কাছ থেকে টাকাও নিবেন আমাকে ধরে এনে মারবেন, এটা ঠিক না। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মতি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জিঞ্জাসাবাদকালে সে ওসিকে এসব কথা বলে। মাদক ব্যবসায়ী মতি ক্ষোভ প্রকাশ করে আরও বলে থানার এএসআই সাহেব আলীসহ আরও অনেক দারোগা নিয়মিত আমার কাছ থেকে টাকা নিয়ে আসে। আর টাকা নেয় বলে আমি মাদক ব্যবসা করি। টাকা নিবেন না আমি আর মাদক ব্যবসা করব না। মাদক ব্যবসায়ী মতির এই দাম্ভিক আচরণ ও কথায় থানার ওসিসহ উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলামের নির্দেশে এস আই মোয়াজ্জেম ও মাহাফুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার আল্লারদর্গার মাদক বিক্রেতা মতির বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার ছেলে জোতির স্ত্রী রহিমা খাতুন, অস্ত্র বিক্রেতা লাভলু, আজাদ ও নাসিমা খাতুনকে আটক করে।
×