ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যহাতির আক্রমণ

কক্সবাজারে বিজিবি সদস্য, পটিয়ায় কাঠুরিয়া নিহত

প্রকাশিত: ০৪:৩৫, ৩ এপ্রিল ২০১৫

কক্সবাজারে বিজিবি সদস্য, পটিয়ায় কাঠুরিয়া নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রামু হিমছড়ি পাহাড়ে বন্য হাতির আক্রমণে কক্সবাজার ১৭ বিজিবির সদস্য ল্যান্সনায়েক হাবিবুর রহমান নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার এ ঘটনা ঘটে। বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্র্নেল মোঃ খালেকুজ্জামান জানান, মালয়েশিয়ায় মানবপাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পাহাড় দিয়ে অভিযানে যায়। এ সময় একদল বন্যহাতি আক্রমণ চালালে বিজিবি সদস্য ল্যান্সনায়েক হাবিবুর রহমান নিহত হয়। রাতে নিহত বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিজিবি ক্যাম্প মাঠে জানাজা অনুিষ্ঠত হয়। নিহত বিজিবি সদস্যের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায় বলে জানা গেছে। নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রামের পটিয়া সীমান্তের বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন এক কাঠুরিয়া। নিহতের নাম আহমেদ নূর (৩১)। তিনি বোয়ালখালী উপজেলার তালুকদার পাড়ার করলডাঙ্গা গ্রামের সিদ্দিক আহমেদের পুত্র। বৃহস্পতিবার সকাল ৯টায় দক্ষিণ বন রেঞ্জের ভা-ালজুরী বনবিটের ডুমুরিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, কাঠুরিয়া আহমেদ নূরসহ পাঁচজন প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে করলডাঙ্গা পাহাড়ে কাঠ কাটতে যায়। সকাল ৯টার দিকে পটিয়া সীমান্তের ডুমুরিয়া খাল এলাকায় বন্যহাতির পাল তাদের আক্রমণ করে। এতে অন্যান্য কাঠুরিয়া পালাতে সক্ষম হলেও আহমেদ নূর হাতির আক্রমণে পিষ্ট হয়ে মারা যান।
×