ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকিং খাত সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছে ॥ গবর্নর

প্রকাশিত: ০৪:১৪, ৩ এপ্রিল ২০১৫

ব্যাংকিং খাত সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছে ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু আমানত গ্রহণ ও ঋণ দানের মাধ্যমে মুনাফাকেন্দ্রিক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যাংকিং খাত এখন নানা সৃজনশীল ও সামাজিক দায়বোধমূলক কর্মকা-ে অনেক বেশি অবদান রাখছে। বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে গত কয়েক বছরের ধারাবাহিকতায় গত শীতে আঠারো লক্ষাধিক শীতবস্ত্র বিতরণ করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ৫১টি ব্যাংক ও ২৬টি আর্থিক প্রতিষ্ঠান প্রায় আঠারো লক্ষাধিক কম্বলসহ বিপুল পরিমাণ ওষুধসামগ্রী বিতরণ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ রাজধানীর গরিব-দুঃখী মানুষের মাঝে এ শীতবস্ত্র ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে এক্সিম ব্যাংক দুই লাখ ৩২ হাজার, ইসলামী ব্যাংক বাংলাদেশ দুই লাখ ২৯ হাজার, ডাচ-বাংলা ব্যাংক এক লাখ ৪২ হাজার, দি প্রিমিয়ার ব্যাংক এক লাখ ২৭ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক লাখ ১০ হাজার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮০ হাজার, এবি ব্যাংক ৬৬ হাজার, ন্যাশনাল ব্যাংক ৬২ হাজার, শাহজালাল ইসলামী ব্যাংক ৬০ হাজার, প্রাইম ব্যাংক ৫২ হাজার, সোস্যাল ইসলামী ব্যাংক ৪৫ হাজার, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪০ হাজার, যমুনা ব্যাংক ৩৬ হাজার, সাউথইস্ট ব্যাংক ৩৬ হাজার, ঢাকা ব্যাংক ৩৫ হাজার, ব্যাংক এশিয়া ৩৩ হাজার, মার্কেন্টাইল ব্যাংক ৩২ হাজার, আইএফআইসি ব্যাংক ৩২ হাজার, অগ্রণী ব্যাংক ৩১ হাজার, সোনালী ব্যাংক ২৫ হাজার, জনতা ব্যাংক ২১ হাজার, মধুমতি ব্যাংক ২০ হাজার, এনসিসি ব্যাংক ১৭ হাজার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৬ হাজার, ট্রাস্ট ব্যাংক ১৫ হাজার, দি সিটি ব্যাংক ১৫ হাজার, রূপালী ব্যাংক ১৩ হাজার, ওয়ান ব্যাংক ১৩ হাজার, ইস্টার্ন ব্যাংক ১১ হাজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ হাজার, উত্তরা ব্যাংক ১০ হাজার, এনআরবি ব্যাংক ১০ হাজার, ব্র্যাক ব্যাংক ৯ হাজার, এসবিএসি ব্যাংক ৮ হাজার, এইচএসবিসি ৬ হাজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৫ হাজার, এনআরবি গ্লোবাল ব্যাংক ৫ হাজার, ইউনিয়ন ব্যাংক ৫ হাজার, বাংলাদেশ কমার্স ব্যাংক ৫ হাজার, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৪ হাজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৩ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৩ হাজার, মিডল্যান্ড ব্যাংক ২ হাজার, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ২ হাজার, সিটি ব্যাংক এনএ ১ হাজার, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ১ হাজার, পূবালী ব্যাংক ১ হাজার, দি ফার্মার্স ব্যাংক ৪০০, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ৪০০, ব্যাংক আল ফালাহ্ ৫০০ এবং হাবিব ব্যাংক ৩০০ কম্বল বিতরণ করেছে। এছাড়াও রিলায়েন্স ফাইন্যান্স ৭ হাজার, আইডিএলসি ফাইন্যান্স ৬ হাজার, ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ৬ হাজার, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং ৫ হাজার, ইউনাইটেড ফাইন্যান্স ৪ হাজার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ৩ হাজার, লংকা-বাংলা ফাইন্যান্স ৩ হাজার, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ৩ হাজার, প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ৩ হাজার, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স ২ হাজার, ফার্স্ট লিজ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ২ হাজার, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপেন্ট ২ হাজার, এফএএস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ২ হাজার, ফিনিক্স ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ২ হাজার, ন্যাশনাল ফাইন্যান্স ২ হাজার, পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ১ হাজার, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ১ হাজার, ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড ইনটাকচার ডেভেলপমেন্ট ১ হাজার, ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ১ হাজার, দি ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ১ হাজার, প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স ১ হাজার, ইউনিয়ন ক্যাপিটাল ১ হাজার, বে-লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট ৫০০, হজ্জ ফাইন্যান্স কোম্পানি ৫০০, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৩০০, মাইডাস ফাইন্যান্সিং-এর ১০০ কম্বল বিতরণ ছিল উল্লেখযোগ্য। এদিকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত কম্বল ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মাধ্যমে দেশজুড়ে প্রায় ৬০ জেলায় বিতরণ করা হয়েছে।
×