ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ

প্রকাশিত: ০৪:১১, ৩ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত দুই দিনের এই পতনের কারণে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচকটি আবারও সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় ৬৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে প্রায় ২৪ শতাংশ। একই ভাবে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সব ধরনের সূচকের পতন ঘটেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর সারাদিনে ডিএসইতে লেনদেনে ভাটা পড়ে। দিনটিতে ডিএসইতে ২৭৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ কোটি টাকা কম। বুধবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৭১ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। সকালে সূচকের সামান্য পতন দিয়ে লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার ৪শ’ ৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭শ’ ৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, মবিল যমুনা বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, এসিআই লিমিটেড, ফার্মা এইডস, এসিআই ফরমুলেশন এবং শাশা ডেনিমস। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, যমুনা ব্যাংক, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি তৃতীয় এনআরবি, পিএইচপি প্রথম মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ প্রথম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, ফাস্ট ফাইনান্স, এবিবি প্রথম মিউচুয়াল ফান্ড, ইমাম বাটন, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড, মডার্ন ডাইং, রেনউইক যজ্ঞেশ্বর, সায়হাম কটন, জাহিন স্পিনিং ও বিডি অটোকারস। বৃহস্পতিবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের পতনের সঙ্গে লেনদেন কমে যায়। সারাদিনে সেখানে মোট ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, গ্রামীণফোন, মবিল যমুনা বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, জাহিন স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
×