ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে ধরা পড়ল মোবাইল ফোন

প্রকাশিত: ০৮:০৮, ১ এপ্রিল ২০১৫

শাহজালালে ধরা পড়ল মোবাইল ফোন

স্টাফ রিপোর্টার। ক্যালিফোর্নিয়া থেকে আসা পার্সেলে কি চোরাচালানের কোন পণ্য কিংবা আমদানি নিষিদ্ধ জিনিস থাকতে পারে? সেটা আবার এসেছে ডিএইচএল-এর মতো বিশ্বসেরা কুরিয়ার সার্ভিসে। অথচ শুল্ক গোয়েন্দাদের এমন ধারণা পাল্টে গেছে, যখন খোলা হলো পার্সেলটি। দেখা গেল ভেতরে রয়েছে স্যামসাং কোম্পানির গ্যালাক্সি এস-ফোর। তাতেই বিস্মিত শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হলের ভেতর ধরা পড়ে এমনই এক অবিশ্বাস্য চালান। চালানটি পাঠিয়েছে ক্যালিফোর্নিয়া থেকে দেওয়ান আসাদুজ্জামান নামের এক প্রবাসী বাংলাদেশী। ঢাকায় সেটা রিসিভ করার ঠিকানা ছিল উত্তরার ১১নং সেক্টরের ১৯নং রোডের ১৫নং বাড়ির দেওয়ান কায়সার নামে। তিনি বিমানবন্দরে গিয়েছিলেন সেটা রিসিভ করতে। কিন্তু শুল্ক গোয়েন্দার অভিযান টের পেয়ে তিনি কেটে পড়লেন। জব্দকৃত ১৮টি মোবাইল ফোন সেটের দাম ১০ লাখ টাকা।
×