ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ডায়েট চার্ট

প্রকাশিত: ০৬:০২, ১ এপ্রিল ২০১৫

নতুন ডায়েট চার্ট

বিশ্বের একমাত্র পাণ্ডা ট্রিপিলেটের বয়স আট মাস হতেই বদল করা হলো ডায়েট চার্ট। চীনের গুয়াংজু সাফারি পার্কের এই তিন ক্ষুদে বাসিন্দা ছয় মাস পর্যন্ত মায়ের দুধই খাচ্ছিল। এবার তাই তৈরি হলো নতুন ডায়েট চার্ট। দুধের পরিবর্তে একটু একটু করে বাড়ানো হবে বাঁশের ডগা, বাঁশ পাতার পরিমাণ। -জি নিউজ ‘পর্দা আসক্তি’ বেড়েছে গত দুই দশকে টিভি ও অন্যান্য প্রযুক্তিপণ্যের পর্দার সামনে শিশুদের সময় কাটানোর হার বেড়েছে নাটকীয়ভাবে। ৫ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে শিশুরা দৈনিক গড়ে সাড়ে ছয় ঘণ্টা, কিশোররা গড়ে আট ঘণ্টা এবং আট বছর বয়সী মেয়ে শিশুরা গড়ে সাড়ে তিন ঘণ্টা ব্যয় করে। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর দুই হাজার শিশুর ব্যাপারে তথ্য সংগ্রহ করে ‘স্ক্রিন আসক্তি’ নিয়ে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান চাইল্ডওয়াইজ এই গবেষণা করেছে। -ওয়েবসাইট
×