ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীর্ঘমেয়াদে অর্থনৈতিক পরিকল্পনার প্রবর্তক ছিলেন বঙ্গবন্ধু ॥ ড. আতিউর

প্রকাশিত: ০৫:৪২, ১ এপ্রিল ২০১৫

দীর্ঘমেয়াদে অর্থনৈতিক পরিকল্পনার প্রবর্তক ছিলেন বঙ্গবন্ধু ॥ ড. আতিউর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন ব্যাপক অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদে অর্থনৈতিক পরিকল্পনার প্রবর্তক। তাঁর অর্থনৈতিক আদর্শ ও কৌশল ছিল দেশকে তার নিজস্ব সম্পদের ওপর দাঁড় করানো। এজন্য ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু ব্যাপক উদ্যোগও গ্রহণ করেছিলেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গবর্নর এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূইয়া, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরীর কন্যা ডাঃ নুজহাত চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নরসহ বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। আতিউর রহমান বলেন, স্বাধীনতা লাভের পর বাংলাদেশের পরিচিতি ছিল প্রাকৃতিক দুর্যোগপূর্ণ, বিধ্বস্ত অর্থনৈতিক কাঠামোর একটি অভাব-অনটনের দেশ হিসেবে। স্বাধীনতার পর বাংলাদেশে ছিল না অর্থ, অবকাঠামো, দক্ষ জনশক্তি, শিল্প-কারখানা, রফতানি আয়, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার মজুদ। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে টিকে থাকার এক তীব্র লড়াই করতে হয়েছে। তখন পাশ্চাত্যের অর্থনীতিবিদরা বাংলাদেশকে উন্নয়নের পরীক্ষার মুখে পড়া দেশ হিসেবে দেখেছেন। অনেকেই হতাশ হয়ে দেশটির স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। যাঁরা সে সময়ে হতাশা ছড়িয়েছিলেন তারাই এখন বাংলাদেশকে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।
×