ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান সন্ধানী লাইফের লেনদেন শুরু আজ

প্রকাশিত: ০৬:২০, ৩১ মার্চ ২০১৫

এশিয়ান সন্ধানী লাইফের লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) সম্পন্ন করা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের লেনদেন আজ মঙ্গলবার শুরু হবে। দিনটিতে পুঁজিবাজারে ফান্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রেডিং কোড হবে অঞঈঝখএঋ। আর ডিএসই কোম্পানি কোড নির্ধারণ করা হয়েছে ১২১৯৫। জানা গেছে, এই ফান্ডের নেট এ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা। আর এই ফান্ডের ক্রয় মূল্য ১০ টাকার ভিত্তিতে বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ টাকা ৯১ পয়সা। উল্লেখ্য, এশিয়ান টাইগারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭২ কোটি ২৮ লাখ ২৮ হাজার টাকা। বিএসআরএমের সভা আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী সভার দিন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় এই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছিল ৪ টাকা ৮ পয়সা। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×