ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে সৌদি পদক্ষেপে বাংলাদেশের সমর্থন

প্রকাশিত: ০৫:৩৯, ৩১ মার্চ ২০১৫

ইয়েমেনে সৌদি পদক্ষেপে বাংলাদেশের সমর্থন

স্টাফ রিপোর্টার ॥ ইয়েমেন প্রসঙ্গে সৌদি আরবের নেয়া পদক্ষেপের সমর্থন দিয়েছে বাংলাদেশ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে একই সঙ্গে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদো রাব্বো মানসুর হাদির ‘বৈধ’ সরকারের বিরুদ্ধে শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের কর্মকা-ের নিন্দা জানানো হয়েছে। এতে বলা হয়, এ ধরনের ঘটনা ইয়েমেনের মানুষের ওপর মানবতার সঙ্কট সৃষ্টি করেছে। দেশটিতে বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, জনগণের সরকার প্রতিষ্ঠা এবং অখ-তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ তাতে সমর্থন দিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) কাঠামো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়ম-কানুন, জাতীয় সংলাপের মতো রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণে প্রেসিডেন্ট আবদো রাব্বো মানসুর রাজধানী ছেড়ে আত্মগোপন করেছেন। শিয়াপন্থী হুতিদের দমন করতে এরই মধ্যে ইয়েমেন প্রসঙ্গে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
×