ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোল্ডস্টোরেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৫:১৬, ৩০ মার্চ ২০১৫

কোল্ডস্টোরেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদীতে সরকারীভাবে নির্মিতব্য আলু সংরক্ষণাগারের (হিমাগার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রায় ২ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই হিমাগারটি ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। রবিবার দুপুরে সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাবউদ্দিন প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিএডিসির এনডিসি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, পরিচালক (বীজ ও উদ্যান) রমজান আলীসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
×