ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসুর এ্যালবাম ‘সূর্যের আলোতে শাসিত প্রাণের গান’

প্রকাশিত: ০৩:৪০, ৩০ মার্চ ২০১৫

বাসুর এ্যালবাম ‘সূর্যের আলোতে শাসিত প্রাণের গান’

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীত পরিচালক বাসু দেব ঘোষ। চলচ্চিত্রের চেয়ে তার অডিও এ্যালবামের কাজ নিয়েই বেশি ব্যস্ত তিনি। এরই ধারাবাহিকতায় বাসু দেবের সুর ও সঙ্গীত পরিচালনায় এ বছর ডিসেম্বরে আসছে তার স্বপ্নের পাঁচশত দেশের গান নিয়ে সাজানো এ্যালবাম। এ্যালবামটির নাম রেখেছেন তিনি ‘সূর্যের আলোতে শাসিত প্রাণের গান’। এ এ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার স্বপ্নের একটা কাজ। আমি প্রায় চারশত আশিটি গান করে ফেলেছি। এখানে মোট বত্রিশ সিডি হবে। সম্ভবত এ্যালবামটির দাম হবে পনের শ’ টাকা। এ এ্যালবামটি কোন ব্যানার থেকে বা কিভাবে রিলিজ দেব এটা নিয়ে একটু ভাবছি। এছাড়া তিনি ব্যস্ত আছেন প্রিয়াংকা গোপ, সুমনা বর্ধন ও ইউসুফের সলো এ্যালবামের কাজ নিয়ে। তিনি ছোটবেলা থেকে গানের প্রতি ভীষণ পাগল ছিলেন। এত বেশি পাগল ছিলেন যে, গানের জন্য তিনি ঘর ছেড়ে ঢাকা চলে আসেন ১৯৯৫ সালে। এরপর থেকে তিনি নিয়মিত কাজ করছেন দেশ ও দেশের বাইরে। এ বছর কলকাতার ‘তান নৃত্য কলা একাডেমি’ থেকে শাশ্বত বাংলা গানের সুরকার হিসেবে সম্মাননা পেয়েছেন। গান নিয়ে বাসু দেব তাঁর স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, গান আমাকে জীবনে সব কিছু দিয়েছে। আবার গান নিয়ে আমার জীবনে অতৃপ্তিও আছে। কি জানি এখনো করা হয়ে ওঠেনি; তবে সারাজীবন আমি কাব্যের পেছনে ছুটেছি। যেখানে কাব্য আছে সেখানে আমি আছি। ভাল কথা ও সুরের কিছু গান করতে চাই। বাংলাদেশের গান যেন দেশের বাইরে ও অনেক জনপ্রিয় হয় আমি সে লক্ষ্যে কাজ করতে চাই। সারাজীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই।
×