ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১৫

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ মার্চ ২০১৫

নাইজিরিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১৫

নাইজিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন বন্দুকধারীদের গুলিতে বিরোধী রাজনৈতিক নেতাসহ অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। শনিবার শুরু হওয়া দেশটির এই জাতীয় নির্বাচন প্রত্যাশিতভাবেই দ্বিতীয় দিন রবিবার পর্যন্ত গড়িয়েছে। খবর- ওয়েবসাইট ১৯৯৯ সালে দেশটিতে সামরিক শাসন অবসান হওয়ার পর থেকে এবারই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। এবারই প্রথমবারের মতো ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করার মতো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন বিরোধীদলীয় নেতা ও সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি। দক্ষিণাঞ্চলীয় খ্রীস্টান প্রার্থী ও উত্তরাঞ্চলীয় মুসলিম প্রার্থী বুহারির প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে দেশটি নৃগোষ্ঠীগতভাবে, আঞ্চলিকভাবে ও কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয়ভাবে বিভক্ত হয়ে পড়ায় নির্বাচনকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
×