ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে লিকে বিনম্র শ্রদ্ধা সিঙ্গাপুরবাসীর

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ মার্চ ২০১৫

রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে লিকে বিনম্র শ্রদ্ধা  সিঙ্গাপুরবাসীর

সিঙ্গাপুরের জনক ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকে রবিবার শেষ বিদায় জানাতে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ প্রধান সড়কগুলোতে লাইন ধরে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অপেক্ষা করে। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের আগে ২১ বার তোপধ্বনির মাধ্যমে লিকে সম্মান জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। বিমান বাহিনীর চারটি এফ-১৬ জঙ্গী বিমান আকাশে বিশেষ প্রদর্শনী করে। খবর এএফপির। স্থানীয় সময় দুপুর বেলা দুইটায় তার রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়। ৯১ বছর বয়সী লি কুয়ান গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩১ বছর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। সিঙ্গাপুরের জাতীয় পতাকা দিয়ে মোড়ানো গাঢ় বাদামি রঙের কাঠের কফিনে রাখা লি’র মরদেহ নিয়ে একটি খোলা ল্যান্ড রোভার পার্লামেন্ট থেকে শোভাযাত্রাসহকারে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে নেয়া হয়। অনুষ্ঠানে লি কুয়ানের ছেলে প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং বলেন, যে আলোকবর্তিকা এতোবছর ধরে আমাদের পথ দেখিয়েছে, তা নিভে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহ ধরে লি কুয়ানের প্রতি লাখো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে চার লাখ ১৫ হাজারের বেশি মানুষ পার্লামেন্ট হাউসে গিয়ে সেখানে রাখা লি কুয়ানের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান, যা সিঙ্গাপুরের মোট জনসংখ্যার ১২ শতাংশ। এ ছাড়া বিভিন্ন জায়গায় তার ছবি রেখে শ্রদ্ধা জানান সাড়ে আট লাখ মানুষ। বর্তমান প্রধানমন্ত্রী লুং তার ফেসবুক পেজে সাবেক নেতাকে স্বতস্ফূর্ত সম্মান জানানোর জন্য জনগণকে ধন্যবাদ জানান।
×