ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার মাসেও পালিয়ে বেড়াতে হচ্ছে মুক্তিযোদ্ধা লুৎফরকে

প্রকাশিত: ০৬:১২, ২৯ মার্চ ২০১৫

স্বাধীনতার মাসেও পালিয়ে বেড়াতে হচ্ছে মুক্তিযোদ্ধা লুৎফরকে

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৮ মার্চ ॥ সর্বনাশা বার্ডফ্লু রোগ পথে বসিয়ে দিয়ে পলাতক জীবন যাপন করতে বাধ্য করেছে দেশের বীর মূক্তিযোদ্ধা লুৎফর রহমান খাঁনকে। স্বাধীনতার মাসে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ যখন উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সংস্থা ও সংগঠন প্রদত্ত সম্মাননা গ্রহণ করছেন তখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন। বগুড়ার আদমদীঘি উপজেলার মঠপুকুরিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মেয়ের বিয়ে এবং মুরগি খামার করার জন্য ২০০৮ সালের নবেম্বর মাসে ব্র্যাক ব্যাংক সান্তাহার শাখা থেকে ৪ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। মেয়ের বিয়ে দেয়ার পর সেই ঋণের অবশিষ্ট টাকায় মুরগির খামার গড়ে তোলেন। খামার করার পর এক-দেড় বছর বেশ ভালই চলছিল খামার কার্যক্রম। কিস্তি ভিত্তিতে ওই ব্যাংকের আড়াই লাখ টাকা পরিশোধও করেন। এর পর ২০১০ সালের আগস্ট মাসে সব কিছু এলোমেলো করে পথে বসিয়ে দেয় পাখীকুলের জম হিসেবে পরিচিত বার্ডফ্লু রোগ। তিনি জানান, বার্ডফ্লু আক্রান্ত হয়ে মারা যায় কয়েক হাজার মুরগি। যার আর্থিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। ফলে, বন্ধ হয়ে যায় ঋণের কিস্তি প্রদান। ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিগোশিয়েবল ইন্স্ট্রুমেন্ট, ১৮৮১ এর ১৩৮(১) ধারায় নওগাঁ আদালতে মামলা দায়ের করে। মামলা নং সি, আর-৫১৬সি/২০১১। গত ২০১৪ সালের ১৯ জুন মামলার রায় হয়। রায়ে ৪ লাখ টাকা জরিমানা ও ঋণ গ্রহণের সময় ব্যাংকের অনুকূলে দেয়া চেকের ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ এবং ৭ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
×