ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মধ্যপ্রাচ্যে ঘোর অনিশ্চয়তা সৃষ্টি

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০১৫

মধ্যপ্রাচ্যে ঘোর অনিশ্চয়তা সৃষ্টি

ইয়েমেনের সংঘাত বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে উত্তেজনার আগুন ছড়িয়ে দিতে পারে। আরব বসন্ত বিদ্রোহজনিত বিশৃঙ্খলা থেকে এরূপ পরিস্থিতির সৃষ্টি হবে বলে অনেকেই দীর্ঘ দিন ধরে আশঙ্কা করছিলেন। চার বছর আগে ইয়েমেনের লৌহমানব আলী আবদুল্লাহ সালেহকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সূচিত এক শান্তিপূর্ণ সংগ্রাম এখন এক গৃহযুদ্ধে পরিণত হয়েছে। একে কেন্দ্র করে ইয়েমেন নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে এক সর্বাত্মক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। কিন্তু ঐ সংঘাতের ফলে গত চার বছর ধরে মধ্যপ্রাচ্যের বড় বড় ভূখ-ে চলমান অনেক বহুমান্ত্রিক লড়াইয়ের ওপর নতুন করে অনিশ্চয়তা ও বিভ্রান্তির প্রলেপ পড়েছে। বিশ্লেষকরা একথা বলেন। যুক্তরাষ্ট্র ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের পাশে এবং ইয়েমেনে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। মিসর ও সংযুক্ত আরব আমিরাত যারা ইয়েমেনে সৌদি বিমান হামলায় যোগ দিয়েছে তারা তুরস্কে ও কাতারের সমর্থিত লিবীয় উপদলগুলোর ওপর বোমা বর্ষণ করছে অথচ তুরস্ক ও কাতারও ইয়েমেনে সৌদি বিমান হামলাকে সমর্থন করছে। সিরিয়ায় সব আঞ্চলিক শক্তি স্বদেশ থেকে দূরবর্তী রণাঙ্গনে একে অপরকে পরাজিত করার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হওয়ায় সংঘাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন শিয়া হুতি মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায় এবং প্রেসিডেন্ট আর রাব্বু মনসুর হাদি রিয়াদে পালিয়ে যান। Ñওয়াশিংটনপোস্ট
×