ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকগুলোর ঋণ বিতরণ আমানতের ৭১ শতাংশ

প্রকাশিত: ০৫:৫৪, ২৯ মার্চ ২০১৫

ব্যাংকগুলোর ঋণ বিতরণ আমানতের ৭১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের ফেব্রুয়ারি মাস শেষে ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৪৯৫ কোটি ৬৩ লাখ টাকা। আর এ আমানত থেকে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৫ লাখ ২৫ হাজার ৮১৩ কোটি ৯৭ লাখ টাকা; যা আমানতের প্রায় ৭১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের আমানত ও ঋণ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি বিশেষায়িত বেসিক ব্যাংককে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সে হিসেবে প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ৫টি (সোনালী, রূপালী, অগ্রণী, জনতা ও বেসিক) ব্যাংকে গ্রাহকের আমানত রয়েছে এক লাখ ৯৭ হাজার ৬৪৫ কোটি টাকা। আর ব্যাংকগুলো এ আমানত থেকে ঋণ বিতরণ করেছে এক লাখ ১১ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে আমানতের ৫০ শতাংশও ঋণ বিতরণ করতে পারেনি সোনালী ব্যাংক লিমিটেড। অন্যদিকে বেসিক ব্যাংক তাদের কাছে সংরক্ষিত গ্রাহকের আমানতের প্রায় ৮২ শতাংশ ঋণ বিতরণ করেছে। এছাড়া ফেব্রুয়ারির শেষে ৩৯টি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকে আমানত রয়েছে ৪ লাখ ৫৫ হাজার ১৫৫ কোটি টাকা। ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৩ লাখ ৬৯ হাজার ৬২৭ কোটি টাকা। এর মধ্যে ১৩টি ব্যাংকের ঋণ বিতরণ ৮০ শতাংশের ওপরে রয়েছে। বিদেশী ৯টি বাণিজ্যিক ব্যাংকে গ্রাহকের টাকা সঞ্চিতি রয়েছে ৩৫ হাজার ৩৩৩ কোটি টাকা। আর তারা ঋণ বিতরণ করেছে ২২ হাজার ৯৩৯ কোটি টাকা। এর মধ্যে ৫০ শতাংশের কম ঋণ বিতরণ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক এন এ এবং ওরি ব্যাংক লিমিটেড। প্রায় শতভাগ ঋণ বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
×