ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ কারণে হারবে নিউজিল্যান্ড!

প্রকাশিত: ০৬:৪০, ২৮ মার্চ ২০১৫

পাঁচ কারণে হারবে নিউজিল্যান্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেট এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। রবিবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচকে ঘিরেই এমনটি হচ্ছে। তবে এ ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে বলে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখা হচ্ছে। বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথার লড়াই শুরু হয়ে গেছে। রবিবার মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হবে দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ইতোমধ্যে অস্ট্রেলিয়ান দৈনিক ব্রিসবেন টাইমস ছেপেছে নিউজিল্যান্ড ফাইনালে কেন হারবে। এর মধ্যে পাঁচটি কারণ তুলে ধরা হচ্ছে। এক. চলমান বিশ্বকাপে এখনও নিউজিল্যান্ড কোন ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়ার মাটিতে। যেখানে মাঠগুলো নিউজিল্যান্ডের মাঠের চেয়ে অনেক বড়। দুই. একাধারে রাগবি বিশ্বকাপ, চ্যাপেল-হ্যাডলি ট্রফির পর ক্রিকেট বিশ্বকাপও নিউজিল্যান্ড জিতবেÑ এটা অবিশ্বাস্য। তিন. যদি নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়, তবে তারা অপরাজিত থাকবে সবাইকে হারিয়ে। আর অস্ট্রেলিয়াকে হারাবে দুইবার, যেটা সহ্য করার মতো নয়। চার. ভাল উইকেট, ঠিক মাপের মাঠ, যেখানে ডিউ দ্বিতীয় ইনিংসেও খুব প্রভাব ফেলবে না। সেখানে তারা ছক্কা মারতে পারবে না এবং বল সুইং করাতে পারবে না। পাঁচ. তারা অস্ট্রেলিয়ান নয়। অর্থাৎ ম্যাচের শেষ বল পর্যন্ত জেতার তীব্র আকাক্সক্ষা নেই নিউজিল্যান্ডের।
×