ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শোক বইতে স্বাক্ষর সিঙ্গাপুরের জনক লি কুয়ানের শেষকৃত্য ॥ পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত: ০৬:০৫, ২৮ মার্চ ২০১৫

শোক বইতে স্বাক্ষর সিঙ্গাপুরের জনক  লি কুয়ানের  শেষকৃত্য ॥ পররাষ্ট্র মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক সিঙ্গাপুরের জনক ও সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার সিঙ্গাপুরের জাতীয় সংসদ ভবনের সামনে রাখা লি কুয়ানের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। লি কুয়ানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সিঙ্গাপুর যান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রীর মরদেহের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে রাখা শোক বইতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এ সময় সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার মাহবুব-উজ-জামান, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার চ্যান হেং উইং প্রমুখ উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যুবরণ করেন লি কুয়ান। তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর বড় ছেলে লি সিয়েন লং সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী। ৭১৬ বর্গকিলোমিটার আয়তনের নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে লি কুয়ান দেশকে নেতৃত্ব দিয়েছেন ৩১ বছর। তাঁর পূর্ব পুরুষ চীন থেকে এই দ্বীপে এসেছিলেন তিন পুরুষ আগে। তাঁর নেতৃত্বেই সিঙ্গাপুর বিশ্বের অন্যতম শীর্ষ মাথাপিছু আয়ের দেশে পরিণত হয়। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ইতোমধ্যেই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। লি কুয়ানের মৃত্যুতে সিঙ্গাপুর শুক্রবার দেশটির রাজধানী সিঙ্গাপুর সিটিতে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
×