ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিজিত হত্যায় বুয়েট শিক্ষক ফারসীমকে জিজ্ঞাসাবাদ বিডিনিউজ ॥ ব্লগার অভিজিত রা

প্রকাশিত: ০৭:৩২, ২৫ মার্চ ২০১৫

অভিজিত হত্যায় বুয়েট শিক্ষক ফারসীমকে জিজ্ঞাসাবাদ বিডিনিউজ ॥ ব্লগার অভিজিত রা

বিডিনিউজ ॥ ব্লগার অভিজিত রায় হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদীকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজকে বলেন, ‘তার কাছে জানতে চাওয়া হয়েছে, অভিজিতের লেখালেখি বা মতবাদ নিয়ে তার সঙ্গে ব্যক্তিগত কোন বিরোধ ছিল কি না।’ গত ২৬ ফেব্রুয়ারি বইমেলার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে অভিজিত রায়কে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন বইমেলায় বুয়েট শিক্ষক ফারসীমের ডাকা একটি বৈঠকের সঙ্গে হত্যাকা-ের সংযোগ থাকার সন্দেহের কথা ইতোমধ্যে জানিয়েছেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়। পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, ‘ওই বৈঠকে কে কে উপস্থিত ছিল, কারা ছিল না এবং যারা ছিল না, তারা কেন উপস্থিত ছিল না ইত্যাদি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে ফারসীমের ঢাকা ছাড়ার বিষয়েও বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।
×