ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৫, ২৫ মার্চ ২০১৫

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

জীবনের জন্য পানি (অধ্যায়-৩) প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি ভাল আছ। আজ আমরা বিজ্ঞানের অধ্যায় তিন থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর, শূন্যস্থান ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বহুনির্বাচনী প্রশ্ন : সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখ : ১. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে? ক) আর্সেনিক দ্বারা দূষণ খ) কীটনাশক দ্বারা দূষণ গ) কলকারখানা বর্জ্য দ্বারা দূষণ ঘ) জীবাণু দ্বারা দূষণ ২. উদ্ভিদ মাটি থেকে কীসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে? ক) মাটি খ) পানি গ) বায়ু ঘ) আলো ৩. উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে? ক) পানি খ) জলীয় বাষ্প গ) শিশির ঘ) বরফ ৪. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রঙ দিয়ে চিহ্নিত করা হয়? ক) নীল খ) লাল গ) সবুজ ঘ) আকাশী ৫. আমাদের বেঁচে থাকার জন্য কোন জিনিসটি অবশ্যই প্রয়োজন? ক) জলীয় বাষ্প খ) পানি গ) খাদ্য ঘ) ওষুধ ৬. উদ্ভিদ মাটি থেকে কোন উপাদান শোষণ করে? ক) পানি খ) জলীয় কণা গ) রাসায়নিক পদার্থ ঘ) সার ৭. সূর্যের তাপে পানি কিসে পরিণত হয়? ক) বরফ খ) বৃষ্টি গ) জলীয় বাষ্পে ঘ) ক্ষুদ্র পানি কণায় ৮. বৃষ্টির পানি গড়িয়ে নিচের কোন পানির সাথে মেশে? ক) পুকুর খ) খাল-বিল গ) নদী ঘ) জলাশয় ৯. মেঘের কণাগুলো খুব বেশি ঠা-া হয়ে গেলে তার কিসে পরিণত হয়? ক) বরফ খ) বৃষ্টি গ) ঝড় ঘ) তুফান ১০. কোন ঋতুতে পর্বতের চূড়ায় বরফ সূর্যের তাপে গলে পানি হয়? ক) গ্রীষ্ম ঋতু খ) বর্ষা ঋতু গ) শরৎ ঋতু ঘ) হেমন্ত ঋতু ১১. নিচের কোনটির পানি সাধারণত নিরাপদ? ক) পুকুর খ) নদী গ) সমুদ্র ঘ) নলকূপের ১২. নলকূপের পানিতে আর্সেনিক আছে কিনা তা কিভাবে বুঝবে? ক) ব্যবহার করে খ) ফুটিয়ে গ) পরীক্ষা করে ঘ) পানিতে ময়লা থাকলে ১৩. তোমার এলাকার মানুষকে নিচের কোন রঙের নলকূপের পানি পান করতে নিষেধ করবে? ক) লাল খ) নীল গ) সবুজ ঘ) হলুদ ১৪. তোমার এলাকার যে নলকূপের পানি আর্সেনিক যুক্ত সে নলকূপের গায়ে কোন রঙ দিয়ে চিহ্নিত করবে? ক) লাল খ) সবুজ গ) নীল ঘ) হলুদ ১৫. আর্সেনিক কি রকম পদার্থ? ক) কঠিন খ) তরল গ) বায়বীয় ঘ) বিষাক্ত ১৬. আর্সেনিক কি রকম পদার্থ? ক) কঠিন খ) তরল গ) বায়বীয় ঘ) বিষাক্ত ১৬. আর্সেনিকযুক্ত পানি পান করলে শরীরে কী ক্ষতি হয়? ক) পেটের অসুখ হয় খ) মাথা ব্যথা হয় গ) হাত-পায়ের চামড়ার ঘা হয় ঘ) রিকেটস রোগ হয় ১৭. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে? ক) কীটনাশক দ্বারা দূষণ খ) আর্সেনিক দ্বারা দূষণ গ) কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ ঘ) .... দ্বারা দূষণ ১৮. দূষিত পানি পান করলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়? ক) ডায়রিয়া খ) গুটিবসন্ত গ) আর্সেনিকোসিস ঘ) ফ্লু ১৯. পানিকে সম্পূর্ণ রূপে নিরাপদ করতে হলে কী করতে হবে? ক) ব্লিচিং পাউডার মিশাতে হবে খ) ফিটকিরি মিশাতে হবে গ) ফুটাতে হবে ঘ) হ্যালোজেন ট্যাবলেট মিশাতে হবে ২০. কলেরা কী ধরনের রোগ? ক) ছোঁয়াচে রোগ খ) পানিবাহিত গ) বায়ুবাহিত ঘ) বিষাক্ত রোগ ২১. পানির ফুটতে শুরু করার পর আরও কত মিনিট তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়? ক) ৩০ মিনিট খ) ৪০ মিনিট গ) ২০ মিনিট ঘ) ১০ মিনিট ২২। জলোচ্ছ্বাসের সময় কি দিয়ে পানি জীবাণুমুক্ত করা হয়? ক) হ্যালোজেন ট্যাবলেট দিয়ে খ) রাসায়নিক পদার্থ গ) অক্সিজেন দিয়ে ঘ) ন্যাপথিলিন দিয়ে। ২৩. পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানিকে কী করতে হবে? ক) ফুটাতে হবে খ) ছেঁকে নিতে হবে গ) ট্যাবলেট ব্যবহার করতে হবে ঘ) ঠা-া করতে হবে ২৪. পানি পান করার আগে কী করে নিতে হবে? ক) শোধন খ) ছেঁকে নিতে গ) ঠা-া কওে ঘ) ওষুধ মিলাতে ২৫. পানির প্রধান উৎস কী? ক) পুকুর খ) নদী-নালা গ) খাল-বিল ঘ) সমুদ্র
×