ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোকাতুর সিঙ্গাপুরবাসী, লি কুয়ান ইউয়ের শেষকৃত্য রবিবার

প্রকাশিত: ০৪:০২, ২৫ মার্চ ২০১৫

শোকাতুর সিঙ্গাপুরবাসী, লি কুয়ান ইউয়ের শেষকৃত্য রবিবার

আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। প্রিয় মানুষটির মৃত্যুর খবর শুনে ভোরের আলো না ফুটতেই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে জড়ো হতে শুরু করে সাধারণ মানুষ। কেউ ফুল, কেউ কার্ড দিয়ে কেউ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রকাশ করছেন লি কুয়ানের প্রতি। অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন। ওয়েবসাইট। রবিবার দুপুর ২ টায় এনইউএস কালচারাল সেন্টারে রাষ্ট্রীয় মর্যাদায় লি’র শেষকৃত্য করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী লি শিয়েং লুং। শোক জানাতে আসা একজন বলেন, খুবই খারাপ লাগছে। তিনি ছিলেন আমার আদর্শ। আমি, আমার পরিবারসহ প্রত্যেকের কাছেই তিনি ছিলেন একজন ভাল মানুষ। অন্য একজন বলেন, আমাদের পুরো পরিবার শোকে কাতর । তাকে না পেলে আজকে আমরা এ অবস্থায় আসতে পারতাম না। সিঙ্গাপুরের স্বাধীনতার জন্য লড়া এবং, শূন্য থেকে শুরু করে একটি জাতি গড়ে তোলায় লি কুয়ান-এর অবদান তুলে ধরে টিভিতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী লুং এর ছেলে বলেন, সিঙ্গাপুরবাসী হিসেবে গড়ে তুলে তিনি আমাদের গর্বিত করেছেন। আমরা আর তার মতো মানুষ পাব না। লি ১৯৫৯ সালে সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেক্সিকোতে লোপেজ মার্কিন গায়িকা, অভিনেত্রী ও ব্যবসায়ী জেনিফার লোপেজের ফ্যাশন সামগ্রী এবার মেক্সিকোতেও পাওয়া যাবে। সোমবার মেক্সিকো সিটিতে চেইন শপ কোপেলে তার পোশাক কালেকশনের উদ্বোধনের সময় তিনি বলেন, স্বল্প আয়ের নারীরা কিনতে পারে, এমন পোশাক তিনি বানাতে চান। তিনি অভিজাত শ্রেণীর চেয়ে কর্মজীবীদের নিয়েই কাজ করতে বেশি আগ্রহী। -এএফপি পানির বোতলের দিন শেষ ভবিষ্যতে রাস্তায় বেরিয়ে পানি পান করতে বোতল সঙ্গে নেয়ার দরকার হবে না। বোতলের বদলে আগামী দিনে আসছে জলীয় গোলক? লন্ডনের স্কিপিং রক ল্যাবে এক প্রকারের জেল থেকে এই জলীয় গোলক তৈরি করেছে? পানিকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করতেই গোলকের আবিষ্কার। চলতি বছরের শেষের দিকে এটি বাজারজাত করা হতে পারে। - ওয়েবসাইট
×