ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাতা হারানো ঠেকাতে

প্রকাশিত: ০৬:২২, ২৪ মার্চ ২০১৫

ছাতা হারানো ঠেকাতে

ছাতা হারানো ঠেকাতে এখন ব্যবহার হবে ব্লু টুথ প্রযুক্তি। মার্কিন ছাতা নির্মাতা স্টার্টআপ ডেভেক এ রকম এক ছাতা বানিয়েছে। ১২৫ ডলার মূল্যের এই ছাতার সঙ্গে জুড়ে দেয়া হয়েছে ব্লু টুথ প্রক্সিমিটি চিপ। ব্লু টুথের মাধ্যমে এ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে ছাতাটি সিঙ্ক করবে। ছাতা থেকে ব্যবহারকারীর দূরত্ব নির্দিষ্ট সীমা পার করলেই একটি মেসেজ চলে যাবে মালিকের ডিভাইসে।- ম্যাশএ্যাবল গাড়ি চলে না মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বহু সতর্কতার পরও এই অবস্থার কোন পরিবর্তন হয়নি। এবার গাড়িতেই তৈরি করা হচ্ছে এমন ব্যবস্থা, যাতে মদ্যপ অবস্থায় থাকলে গাড়িই আপনাকে চলাতে দেবে না। এ্যালকোহল টেস্টার থাকবে গাড়ির মধ্যেই। সব নতুন গাড়িতেই এই ডিভাইস লাগানো হবে। ডিভাইসে লাগানো থাকবে এ্যালকোহল ডিটেক্ট করে এ রকম সেন্সর। আর সেটাতে ধরা পড়লেই বন্ধ হয়ে যাবে গাড়ি। - ওয়েবসাইট
×