ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিমন্সের কঠিন পরীক্ষা

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ মার্চ ২০১৫

সিমন্সের কঠিন পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ একাদশতম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার সহআয়োজক নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনায় ডুবে ক্যারিবিয়ানরা। আর এদিনই দেশটির সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ফিল সিমন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সিমন্সকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে বলে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আর বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দলকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সাবেক আয়ারল্যান্ডের এই কোচকে। তবে ৫১ বছর বয়সী ফিল সিমন্সও নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। এক সময় বিশ্ব ক্রিকেটে এককভাবে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রথম দুইবার চ্যাম্পিয়ন হওয়া যেন তারই প্রমাণ। কিন্তু অতীত সেই সাফল্য এখন ক্যারিবীয়দের শুধুই স্মৃতি। এরপর আর কখনই শিরোপার দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। যে কারণেই ওয়েস্ট ইন্ডিজ দলের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে বোর্ড প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগ দেয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া জেসন হোল্ডারের দল আগামী মাসেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সেই সিরিজেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন সিমন্স। আর তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের মতো দলের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ফিল সিমন্সও। গেইল-সামিদের সঙ্গে একত্রে কাজ করার জন্য যেন তর সইছে না তারও। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের রয়েছে গৌরবান্বিত ইতিহাস। তাই দলের প্রধান কোচের দায়িত্ব দেয়ায় আমি সম্মানিত বোধ করছি। এখানে অনেক মেধাবী তরুণ খেলোয়াড় রয়েছে। ভবিষ্যতের জন্য তাদের গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ওদের সঙ্গে কাজ শুরুর জন্য আমার তর সইছে না। এখন আমি খেলায়াড়দের সঙ্গে কাজ করার জন্য অধীর অপেক্ষায় আছি।’ ত্রিনিদাদ এবং টোবাগোর ফিল সিমন্স ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। এই সময়ের মধ্যে ২৬ টেস্ট এবং ১৪৩ ওয়ানডে খেলেছেন তিনি। ২০০২ সালে ক্রিকেটকে বিদায় বলেন তিনি। এরপর ২০০৪ সালে জিম্বাবুইয়ের কোচ হিসেবে নিয়োগ পান সিমন্স। জিম্বাবুইয়ের পর ২০০৭ সাল থেকে আয়ারল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করেন সিমন্স।
×