ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে বিদ্যুত বিল পরিশোধে ডিপিডিসি এবি ব্যাংক চুক্তি

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ মার্চ ২০১৫

অনলাইনে বিদ্যুত বিল পরিশোধে ডিপিডিসি এবি ব্যাংক চুক্তি

ম্যানুয়াল পদ্ধতিতে বিদ্যুত বিল পরিশোধে যে শ্রম, সময় ও অর্থের অপচয় ঘটে, তা থেকে উত্তরণের লক্ষ্যে অনলাইনে বিল পরিশোধ পদ্ধতির চলমান কার্যক্রমে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) রবিবার এবি ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ডিপিডিসির গ্রাহকরা এখন এবি ব্যাংক লিঃ-এর সকল শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুত বিল পরিশোধের সুবিধা পাবেন। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নজরুল হাসান (অব), নির্বাহী পরিচালকবৃন্দ এবং এবি ব্যাংক লিঃ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসেন ও উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর করেন ডিপিডিসির জেনারেল ম্যানেজার (অর্থ) মোঃ আমিনুল ইসলাম এবং এবি ব্যাংক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী। -বিজ্ঞপ্তি স্বাধীনতা দিবসে নেভির জাহাজ জনগণের জন্য উন্মুক্ত আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ ঢাকা সদরঘাট; পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ; বিআইডবিউটিএ জেটি, মাতলাঘাট, নারায়ণগঞ্জ; নেভাল জেটি, নিউ মুরিং, চট্টগ্রাম; বিআইডব্লিউটিএ রকেট ঘাট, খুলনা; নেভাল বার্থ দিগরাজ, মংলা, বাগেরহাট এবং বিআইডবিউটিএ জেটি, রকেটঘাট, বরিশাল জেলায় দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। -আইএসপিআর
×