ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসের নাট্যোৎসব দনিয়ায় ‘মুক্তির ছিন্ন দলিল’

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবসের নাট্যোৎসব  দনিয়ায় ‘মুক্তির ছিন্ন দলিল’

সংস্কৃতি ডেস্ক ॥ দেড় যুগপূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দনিয়া শহীদ মিনার একে হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে পথ নাট্যোৎসবের আয়োজন করবে বাঙলা নাট্যদল। ওইদিন উৎসবের উদ্বোধন করবেন বাংলদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল নাট্যজন আক্তারুজ্জামান ও বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক নাট্যজন মিজানুর রহমান। নাট্যোৎসবে নাটক মঞ্চায়ন করবে সুবচন নাট্য সংসদ, ঢাকা পদাতিক, ঢাকা থিয়েটার আর্ট ইউনিট, চন্দ্রকলা থিয়েটার ও বাঙলা নাট্যদল। উৎসবে মঞ্চস্থ হবে বাংলা নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘মুক্তির ছিন্ন দলিল। নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনায় হ ম সহিদুজ্জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবিদ আহমেদ, জয়া হাসান প্রিয়ন্তী, সেলিম বহুরুপি, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, জামিল উদ্দিন লোটাস, সুবর্ণা আক্তার, সৈয়দ পার্ল, শামিম চৌধুরী, পালাশ খান, স্বচ্ছ প্রধান, মাসুদ হাসান। উৎসব প্রসঙ্গে বাঙলা নাট্যদল প্রধান আবিদ আহমেদ জানান, দনিয়াতে আমরা একটা সাংস্কৃতিক বলয় তৈরি করেছি। অনুষ্ঠানগুলোতে প্রচুর দর্শকের সমাগমেই তা বোঝা যায়। এজন্যই দনিয়া এলাকায় প্রথম সারির নাট্যদলের অংশগ্রহণে আমরা পথ নাট্যোৎসবের আয়োজন করেছি। উৎসবে আমাদের বাঙলা নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা পথ নাটক ‘মুক্তির ছিন্ন দলিল’ নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটির গল্প মুক্তিযুদ্ধের সময়কালীন আবহে গড়ে উঠেছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর অত্যাচার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল দেশের মানুষ। তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের বাংলার দামাল ছেলেরা। পাক হানাদারকে সাহায্য করেছিল এদেশের গুটিকয়েক চিহ্নিত রাজাকার। আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি কিন্তু তারা এখনও নির্বিকারে চালিয়ে যাচ্ছে হত্যা, গুম ও ধর্ষণ। এসব রাজাকারদের শিকড় কবে নির্মূল হবে সেই প্রত্যাশার অঙ্গীকার নিয়ে নাটকের কাহিনী।
×