ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘পতাকা’

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবসের বিশেষ  নাটক ‘পতাকা’

স্টাফ রিপোর্টার ॥ আমাদের দেশের ইতিহাসে ফেব্রুয়ারি আর মার্চ মাস বিশেষ গুরুত্বপূর্ণ। একুশের পর স্বাধীনতা দিবসের মাস মার্চ। এ দিবসকে ঘিরে ছোটপর্দায় থাকে ভিন্ন সব আয়োজন। বিশেষ দিবস মানেই চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠান। এ লক্ষে বিষয়ভিত্তিক নাটক প্রচারের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে চ্যানেলগুলো। এরই ধারাবাহিকতায় এবারের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে এটিএনবাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘পতাকা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক ফেরদৌস হাসান। স্বাধীনতা দিবসকে ঘিরে নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, সিরাজুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, ইরফান সাজ্জাদ, সান্তা, মাহফুজ, নূপুর, অনিক, অভি, বাদাল, অপু প্রমুখ। নাটকের গল্পে দেখানো হয়েছে, এদেশে যাদের হাতে ধনসম্পদ আর যাদের হাতে শক্তি অর্থাৎ যুবকরা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে দেশের কী হবে? দেশের সবচাইতে বড় দুই শক্তি গোল্লায় গেল তো দেশই গেল। তাই শিক্ষকরা কি চেষ্টা করবেন তার ছাত্রদেও ফেরাতে। তারা ধনীদের নাগাল না পান, যুবকদের তো পাবেন। এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘পতাকা’। নাটকটি আগামী ২৬মার্চ এটিএন বাংলায় রাত ৮-৩০ মিনিটে প্রচার হবে। জাতীয় পতাকা উৎসব ২০১৫ : স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল নাইন আজ আয়োজন করছে ‘জাতীয় পাতাকা উৎসব ২০১৫’। চ্যানেল সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি শুরু হবে আজ সকাল ১০টায়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের প্রধান ফটকে এবং চারুকলা সংলগ্ন ফটক দিয়ে এ অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। তবে আজ ২৩ মার্চ নিরাপত্তাজনিত কারণে উদ্যানের সবগুলো ফটক বন্ধ থাকবে। তবে বন্ধ প্রত্যেকটি ফটকে কিছু নির্দেশাবলী থাকবে। সকালের আয়োজনে থাকছে, চিত্রাঙ্কন (৫ম শ্রেণী পর্যন্ত), স্টেজে জাতীয়সঙ্গীত, পুলিশের পরিবেশনায় গান। এরপর বক্তব্য রাখবেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া। এরপর জাতীয় পতাকা উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. খন্দকার বজলুল হক আয়োজনের বিস্তারিত দিক তুলে ধরবেন। এছাড়া শিমুল মোস্তফার আবৃত্তি পরিবেশনা, দেশাত্মবোধক গান, পতাকা মিছিলের প্রস্তুতি, মুকাভিনয়, আদিবাসী নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসহ সোলস, বাপ্পা এ্যান্ড ফ্রেন্ডস, শিল্পী মেহরাব ও কর্ণিয়া সঙ্গীত পরিবেশন করবেন। আজ ২৩ মার্চ সকাল ১০টা সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
×