ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কামালের বিরুদ্ধে মামলার হুমকি গোল্ড ও আলিম দারের!

প্রকাশিত: ০৬:১৬, ২২ মার্চ ২০১৫

কামালের বিরুদ্ধে মামলার হুমকি গোল্ড ও আলিম দারের!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হতেই আম্পায়ারদের বাজে সিদ্ধান্তগুলো নিয়ে তুমুল সমালোচনা করেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। আইসিসি শীর্ষ পদটিতে বসে এমন সমালোচনা করায় আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার বেজায় চটেছে। তাদের সম্মানহানি হচ্ছেও বলে মনে করছেন। আর তাই এমনও হতে পারে কামালের বিরুদ্ধে মামলাও করতে পারেন দুই আম্পায়ার। বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে নানা প্রতিক্রিয়ায় সরগরম সংবাদমাধ্যম। তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ আইসিসির সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। আবার আইসিসি সভাপতির মন্তব্য ও অভিযোগকে ‘দুঃখজনক’, ‘ভিত্তিহীন’ বলে বিবৃতি দিয়েছেন একই সংস্থার প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। এখন শোনা যাচ্ছে, কামালের বক্তব্যে ভীষণ ক্ষুব্ধ সংশ্লিষ্ট দুই আম্পায়ারও। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে গণমাধ্যমে সরাসরি মুখ খুলছেন না দুই আম্পায়ার। তবে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্য সিডনি মর্নিংহেরাল্ড জানিয়েছে, আইসিসি সভাপতির বক্তব্যকে মানহানিকর বলে মন্তব্য করেছেন ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড ও পাকিস্তানী আলিম দার। এমনকি এ নিয়ে মুস্তাফা কামালের বিরুদ্ধে আইনী লড়াইয়ে যাওয়ার সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেছেন তারা। আইসিসিতে ভারতের প্রভাব ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। এমন অভিযোগ করে বিসিবির সাবেক সভাপতি মুস্তাফা কামাল বলেছেন, ‘আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিত্ব করতে পারি না। কেউ যদি এমন ফল আমাদের ওপর চাপিয়ে দেয়, তা মেনে নেয়া যায় না।’ মেলবোর্নে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে আগেরদিন এভাবেই ক্ষোভ ঝেড়েছিলেন মুস্তাফা কামাল। আইসিসি সভাপতির এমন মন্তব্য ঝড় তুলেছে বিশ্ব সংবাদমাধ্যমেও। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক সংবাদমাধ্যম আইসিসি সভাপতির মন্তব্য ফলাও করে প্রকাশ করেছে। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন বার্তা সংস্থার সৌজন্যে মুস্তাফা কামালের মন্তব্য সংবলিত খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। ভারতের হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণে সর্বাধিক পঠিত খবরের এক নম্বরে ছিল মুস্তাফা কামালের খবরটি। শিরোনাম রোহিতের নো বল নিয়ে বাংলাদেশী আইসিসি সভাপতির পদত্যাগের হুমকি। জি নিউজ লিখেছে, বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালকে পাতানো বলেছেন আইসিসি সভাপতি, পদত্যাগের হুমকি। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পাতানোর অভিযোগ তোলায় নিজের সভাপতিকে আইসিসি প্রধান নির্বাহীর ঝাঁজালো জবাব। পাকিস্তানের ডন অনলাইন সংস্করণের হাইলাইটসে রয়েছে মুস্তাফা কামালের খবরটি। খবরের শিরোনাম, ভারতকে জেতাতে কোয়ার্টার ফাইনাল ছিল পাতানো আইসিসি সভাপতি। পিছিয়ে ছিল না অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পত্রিকা সিডনি মর্নিংহেরাল্ডও। তবে তারা খবরটি প্রকাশ করেছে ভিন্ন কোন থেকে। পত্রিকাটি লিখেছে, আইসিসি সভাপতির আক্রমণে ক্ষুদ্ধ আম্পায়াররা এবং মামলাও করতে পারেন। স্বর্ণপদক জিতলেন তামান্না স্পোর্টস রিপোর্টার ॥ ফিলিপিন্সে চলমান আমন্ত্রণমূলক উন্মুক্ত আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তামান্না আক্তার। এর আগে তিনি ৪০০ মিটার দৌড়ে তাম্রপদক করায়ত্ত করেছিলেন। বিকেএসপি আরেক এ্যাথলেট আইরিন আক্তার ২টি রৌপ্যপদক পেয়েছেন। তিনি রৌপ্য পান ১০০ মিটার স্প্রিন্ট ও লংজাস্পে।
×