ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের নির্যাতনে আরও এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৫, ২২ মার্চ ২০১৫

থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের নির্যাতনে আরও এক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ থাইল্যান্ডের জঙ্গলে মানব পাচারকারীদের অমানুষিক নির্যাতনে আব্দুস শুকুর (গিন্নিয়া) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি কক্সবাজারের ইসলামপুর বাঁশকাটা এলাকায়। তাঁর পিতার নাম নুরুল আলম। নিহতের স্ত্রী রিনা জানায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তাঁর স্বামী দেড় মাস আগে দালালের কথায় রাজি হয়ে সাগর পথে মালয়েশিয়া রওনা দেয়। বোটে তোলার আগে এক টাকাও দিতে হবে না, ওখানে গিয়ে কামাই করে শোধ করলে চলবে বলে জানায় দালালচক্র। কিন্তু দালালচক্র তাদের নিয়ে থাইল্যান্ডের জঙ্গলে আটকে রাখে। পরে দুই লাখ টাকা দেয়ার জন্য চাপ দিতে থাকে। টাকা আদায়ের জন্য দালালরা তাকে অমানুষিক নির্যাতন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বুধবার মারা যান। তাঁর স্বামীর সঙ্গে যাওয়া থাইল্যান্ডে দালালের হাতে জিম্মি একই এলাকার গিয়াস উদ্দিন মোবাইলে এ ঘটনার বর্ণনা দেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলে জানা গেছে।
×