ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চকবাজার থানা হাজতে আসামির আত্মহত্যা

প্রকাশিত: ০৭:৫৪, ২১ মার্চ ২০১৫

চকবাজার থানা হাজতে আসামির  আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ চকবাজার থানায় রিমান্ডে নেয়া এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তিনি আত্মহত্যা করেন। চকবাজার থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত জাহাঙ্গীর (২৪) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর শাহপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি ইসলামবাগের আলীরঘাট মাদ্রাসা গলিতে আলী বাবুর্চির বাড়িতে ভাড়া থাকতেন। ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে ওই এলাকা থেকে গ্রেফতারের পর শুক্রবার আদালতে পাঠিয়ে একটি ডাকাতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নেয়া হয়। সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে হঠাৎ বিদ্যুত চলে যায়। কিছুক্ষণ পর বিদ্যুত ফিরে এলে হাজতখানায় গিয়ে জাহাঙ্গীরের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। টয়লেটের খোলা দরজার সঙ্গে হাজত খানার কম্বল দিয়ে গলায় ফাঁস লাগান তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে। গলায় ফাঁস দিয়ে ঝুলে জাহাঙ্গীর আত্মহত্যা করে বলে দাবি তার। তবে ওই সময় বিদ্যুত না থাকায় থানার সিসিটিভিতে ঘটনাটি ধারণ করা যায়নি বলে জানান তিনি। জাহাঙ্গীর নেশাগ্রস্ত দাবি করে পুলিশ কর্মকর্তা বলেন, সে আগে কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয় এবং জামিনে বের হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
×